Cricket NewsIPL League

বাঁ কাঁধে চোট পেয়ে বাকি ওয়ানডে ও আইপিএল থেকে ছিটকে গেলেন এই তারকা ব্যাটসম্যান

মঙ্গলবার রাতে পুনেতে সিরিজের উদ্বোধনী ম্যাচে বাঁ কাঁধে চোট পেয়ে ইংল্যান্ডের সাথে বাকি দুটি ওয়ানডে থেকে ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার। শুধু তাই নয় বিসিসিআই এর সূত্র অনুযায়ী তিনি আইপিএল ২০২১ এর প্রথমার্ধ মিস করতে চলেছেন যেখানে তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ইংল্যান্ডের ব্যাটিংয়ের ৮ম ওভারে, আইয়ার জনি বেয়ারস্টোর শটে বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করার সময় ডাইভ দেন। বাউন্ডারি হওয়া বাঁচলেও শ্রেয়াস কাঁধে আঘাত পেয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়।

দুর্ঘটনা ঘটার সাথে সাথে আইয়ারকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। মেডিকেল আপডেট পেয়ে বিসিসিআই জানায় যে আইয়ার তাঁর বাম কাঁধে “সাবলুক্সড” (আংশিক ভাবে বিচ্ছিন্ন) ছিল। সূত্র অনুযায়ী, এই আঘাত সারাতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে, যার ফলে আইয়ার আইপিএলের প্রথম দিকে অনুপস্থিত থাকবেন। ২০২০ সালের আইপিএল থেকে শ্রেয়াস বাম কাঁধে তিনবার চোট পায়। ফলে তাঁর বাম কাঁধে অস্ত্রোপচার হতে পারে। যদি আইয়ারের অস্ত্রোপচার করা হয়, তাহলে তার আরোগ্য লাভের সময়সীমা কয়েক মাস পর্যন্ত হতে পারে।

গত ছয় মাসে এই নিয়ে দ্বিতীয়বার আইয়ার কাঁধে চোট পেয়েছেন। আইয়ারের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব বা শুভমান গিলকে বাকি ওয়ানডে সিরিজের জন্য বেছে নেওয়া হবে। দিল্লি ক্যাপিটালস আইয়ারের এই চোটের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হতে চলেছে। কারণ তিনি শুধু তাদের ক্যাপ্টেনই নন, টপ অর্ডারের একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানও বটে। সম্ভবত ঋষভ পন্থ, যিনি সহ-অধিনায়ক, আইয়ার ফিরে না আসা পর্যন্ত ক্যাপিটালস নেতৃত্ব দেবেন।

আইয়ার ২০২০ সালে দিল্লিকে একটি অসাধারণ আইপিএল মরশুম উপহার দেন এবং দিল্লিকে ফাইনালে নেতৃত্ব দেন, যেখানে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হয়। ক্যাপিটালসের প্রথম খেলা ২০২১ আইপিএলের দ্বিতীয় দিনে, মুম্বাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

আরও পড়ুন

Back to top button