বাবার মৃত্যুর পরেও দেশে না ফেরায় মহম্মদ সিরাজের প্রশংসায় সৌরভ

অস্ট্রেলিয়া সফরে গিয়েই দেশ থেকে ভয়ানক দুঃসংবাদ পেয়েছেন পেস বোলার মহম্মদ সিরাজ। তার বাবা পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। সিরাজের ক্রিকেটার হয়ে ওঠার নেপথ্যে অটো চালক বাবার বড় ভূমিকা ছিল। বাবাই ছিলেন সিরাজের বড় অনুপ্রেরণা। সদ্য পিতৃহারা এই তরুণকে সমবেদনা জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
গতকাল শুক্রবার অনুশীলনের পর সিরাজকে এই দুঃসংবাদ দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী। আজ শনিবার টুইটারে সৌরভ লিখেছেন, “এই ক্ষতি কাটিয়ে ওঠার মতো প্রচণ্ড শক্তি যেন মহম্মদ সিরাজের থাকে। এই সফরে তার সাফল্যের জন্য শুভকামনা রইল। সে দুর্দান্ত এক চরিত্র।”
May Mohammed siraj have a lot of strength to overcome this loss..lots of good wishes for his success in this trip.. tremendous character @bcci
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2020
এই মুহূর্তে সিডনিতে ভারতের বাকি সদস্যদের সঙ্গে রয়েছেন ডানহাতি পেসার সিরাজ। সেখানেই অনুশীলন করছেন তিনি।
এছাড়া নিয়মানুযায়ী সবাই কোয়ারেন্টিনে কাটাচ্ছেন। সিরাজের পক্ষে দেশে ফেরা সম্ভব হচ্ছে না। কারণ অস্ট্রেলিয়ায় করোনা সংক্রান্ত নিয়ম বেশ কড়া। আর দেশে ফিরলে টেস্ট সিরিজের আগে আবার অস্ট্রেলিয়া পৌঁছনো অসম্ভব। তাই সিরাজ বাবার শেষকৃত্যে থাকতে পারেননি।