Connect with us

Cricket News

South Africa ODI Squad: ভারতের বিরুদ্ধে একদিনের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা, রয়েছে একাধিক চমক

Advertisement

২০২১ সালের শেষ দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছিল ভারত। এবার ভারত বধের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করল প্রোটিয়া শিবির। আগামী ১৯শে জানুয়ারি সিরিজের প্রথম ওডিআই খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ২৩শে জানুয়ারি শেষ হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর।

প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার মার্কো জানসেনের। একদিনের দলেও জায়গা পেয়েছেন তরুণ এই পেসার। দলে নেই এনরিখ নোখিয়া। চোটের কারণে বাদ পড়েছেন তিনি। দলে ফিরেছেন ওয়েন পারনেল, সিসান্দা মাগালা এবং জুবের হামজা। এছাড়া একদিনের ক্রিকেটে উইকেট রক্ষক হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা সদ্য ক্রিকেটার কুইন্টন ডি কক।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে টেস্ট খেলায় ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে ১১৩ রানে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি নামতে চলেছে তারা। সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ উপলক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়া শিবির।

দক্ষিণ আফ্রিকার শক্তিশালী স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), জুবেইর হামজা, মার্কো জানসেন, জ্যানম্যান মালান, সিসান্ডা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েইন পার্নেল, অ্যান্ডিল ফেহলাকওয়াইও, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরেজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইন।

Advertisement

#Trending

More in Cricket News