Cricket News

স্টেইনকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার দল

ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই ঘোষিত দলে পেস বোলার কাগিসো রাবাদা ফিরলেও জায়গা হয়নি ডেল স্টেইনের। প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী পেসার গ্লেন্টন স্টুয়ারম্যান।

চোটের কারণে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন না রাবাদা। ২৪ সদস্যের দলে আরও ফিরেছেন জুনিয়র ডালা।

গত বছরের আগস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ৩৭  বছর বয়সী স্টেইন। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা এই পেসার গত মার্চে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নভেম্বরের ২৭ তারিখ থেকে ডিসেম্বরের ৯ তারিখ পর্যন্ত কেপটাউন ও পারলে তে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে। এই ঘোষিত দল ওয়ানডে ও টি-২০ দুই ধরণের ফরম্যাটের জন্যই।

দক্ষিণ আফ্রিকার ঘোষিত দল : 

কুইন্টন ডি কক (অধিনায়ক), ফাফ দু প্লেসি, ডেভিড মিলার,টেম্বা বাভুমা,বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, ইয়ানেমান মালান, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুথো সিপামলা, জন-জন স্মাটস, গ্লেন্টন স্টুয়ারম্যান, পিট ফন বিলিয়োন, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইন, জুনিয়র ডালা।

আরও পড়ুন

Back to top button