আয়ারল্যান্ড ক্রিকেট দলের সহকারী কোচ হলেন স্টুয়ার্ট বার্নস

আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ নিযুক্ত করা হল স্টুয়ার্ট বার্নেসকে। প্রধান কোচ গ্রাহাম ফোর্ডের সঙ্গে সহকারী কোচ হিসাবে কাজ করবেন তিনি। স্টুয়ার্ট বার্নস সম্প্রতি সোমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে কাজ করেছেন এবং এই ক্লাবের রয়্যাল-লন্ডন-ওয়ানডে-কাপ-উইনিং-ক্যাম্পেনের অংশ ছিলেন তিনি।
রিচার্ড হোল্ডসওয়ার্ড ক্রিকেট আয়ারল্যান্ডের পারফরম্যান্স ডিরেক্টর বার্নস প্রসঙ্গে বলেছেন,”স্টুয়ার্ট এর টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বোলিং জ্ঞানে আমরা মুগধ হয়েছি। তার জনসংযোগের দক্ষতাও অসাধারণ। গ্রাহাম ফোর্ডের সঙ্গে স্যারের হয়ে স্টুয়ার্ট ৬ বছর কাজ করেছেন। তারা দুজন মিলে দারুন কাজ করেছিলেন। তাদের এই বন্ডিং আমাদের জাতীয় দলের কাজের ক্ষেত্রেও কাজে লাগবে।”
স্টুয়ার্টের প্রধান কাজ এখন হবে দলের স্পিন ও পেস বোলিং লাইন আপের কিছুটা অংশ সঠিকভাবে চালনা করা। শুধু তাই নয়, যখন সময় পাবেন সিনিয়র মহিলা দলের বোলিং বিভাগের সঙ্গেও কাজ করবেন। মহিলা দলে তিনি এড জয়েসের সহকারী হিসাবে কাজ করবেন।