বিধ্বংসী ওয়ার্নারকে এভাবে আউট করলেন ওয়াশিংটন সুন্দর, আউট হয়ে চমকে গেলেন ব্যাটসম্যান

অস্ট্রেলিয়া ও ভারতের সিডনি টেস্টের মতো ব্রিসবেনে চতুর্থ টেস্টটি বেশ হাড্ডাহাড্ডি জায়গায় পৌঁছেছে স্কোরবোর্ড দেখলেই বোঝা যাচ্ছে। এক সময় মনে হচ্ছিল, চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৬৯ রান করার পর ভারতের তারকাখচিত ব্যাটিং অর্ডারকে ভেঙে বড় লিড নেওয়ার আশায় ছিল অস্ট্রেলিয়া। কিন্তু দুই নবাগত বোলার ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরের ১২৩ পার্টনারশিপে ভর করে ম্যাচে ফেরে ভারত। যদিও শেষপর্যন্ত ৩৩ রানের লিড নিয়ে নেয় অস্ট্রেলিয়া।
আর এই অবস্থায় শুরু থেকেই বেশ দাপটের সাথে খেলছিল অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মার্কাস হ্যারিস। দুজনে মিলে প্রথম উইকেটে ৮৯ রান তোলে, আর এর ফলে বোঝা যাচ্ছিল, বেশ বড় রানের লক্ষ্যমাত্রা দেওয়া হবে টিম ইন্ডিয়াকে। কিন্তু কিছু সময়ের ব্যবধানে দুই অসি ওপেনারকেই আউট করে ভারতীয় বোলাররা। ফলে আবারও ম্যাচে ফিরে আসে তারা। চোট সারিয়ে ফেরার পর থেকে সেভাবে ভালো খেলতে পারছিলেন না অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনি টেস্টের দুটো ইনিংসেই তিনি ব্যর্থ ছিলেন।
কিন্তু ব্রিসবেনে চতুর্থ দিনে পজিটিভ মাইন্ডসেটে খেলছিলেন ওয়ার্নার। ছয়টি বাউন্ডারি মেরে ৭৫ বলে ৪৮ করেন ওয়ার্নার। ৫০ এর কাছে যাওয়ার পর দুরন্ত একটি দুর্দান্ত ডেলিভারিতে ওয়ার্নারকে আউট করেন তরুণ অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। ব্যাট হাতে ৬২ রানের সুন্দর ইনিংস খেলার পর এবার বল হাতে আটকে দিলেন ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান।