Cricket NewsIndian Cricket Team

বিগ ব্যাশ লিগে অদ্ভুত রান আউট, অবাক করল সবাইকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর সবথেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি এই টি-২০ টুর্নামেন্টে ব্যাট ও বলের লড়াই ছাড়াও এমন কিছু মুহুর্ত ঘটে, যা সত্যিই বিশ্বাস করার মত নয়। অবিশ্বাস্য রকমের বিষয় ঘটে সেই লিগে। আর ক্রিকেটের চিরাচরিত নিয়ম নিয়েও সেখানে বেশ আলোচনা হয়।

কিন্তু এই লিগে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। এমন একটি রান আউট ঘটল, যা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেউই। পার্থ স্কর্চার্স এবং সিডনি থান্ডার্স এর মধ্যেকার ম্যাচে ঘটেছে এই ঘটনা। পার্থ স্কর্চার্সের উইকেটকিপার জস ইঙ্গলিস এমন একটি রান আউট করলেন, যাতে ডাইমন্ড ডাকে আউট হলেন সিডনি থান্ডার্সের ব্যাটসম্যান অ্যালেক্স রস।

জেসন বেহরেনডফের বল অনসাইডে ঠেলে দেন সিডনি থান্ডার্সের তারকা ইংরেজ ব্যাটসম্যান স্যাম বিলিংস। আর সেই সময় দুই রান নিতে চেয়েছিলেন অ্যালেক্স রস। কিন্তু জেসন বেহরেনডফ সেই বলটিকে দ্রুত ধরে নেওয়ায় বিলিং মাঝপিচ থেকে ফেরত পাঠান রসকে। তবে বেহরেনডফের বাজে থ্রো আসে উইকেটকিপার জস ইঙ্গলিসের উদ্দেশ্যে, যিনি প্রথমবার বল ধরতে পারেননি। তারপর বলটিকে ঠেলা মারলে বল পিচে স্পিন খেয়ে লাগে উইকেটে, আর সেই সময়েও পৌঁছতে পারেননি অ্যালেক্স রস। আর এই রান আউট দেখে অবাক হয়ে দেখেন পার্থের ফিল্ডার জেসন রয়।

আরও পড়ুন

Back to top button