ইস্টবেঙ্গলকে হেলায় হারালো তপন মেমোরিয়াল

বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের অভিযান ম্যাচেই হোঁচট খেল ইস্টবেঙ্গল। ইডেন গার্ডেনসে তাদের ৬ উইকেটে হারালো তপন মেমোরিয়াল।
এদিন প্রথমে ব্যাট করে ইস্টবেঙ্গলের সংগ্রহ ২০ ওভারে ১১৮-৯। দলের হয়ে সর্বোচ্চ রান করেন দীপাঞ্জন মুখার্জি। তার সংগ্রহ ৪০ বলে ৩৬ রান। সাইন শেখর মন্ডল করেন ২১ বলে ২৭ রান। ৫ বলে মাত্র ২ রান করেন অধিনায়ক অর্ণব নন্দী। তপন মেমোরিয়ালের রমেশ প্রসাদ সবথেকে ভাল বল করেন। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন তিনি। এছাড়া ১৮ রান দিয়ে ২ উইকেট নেন প্রয়াস রায় বর্মণ।
জয়ের জন্য ১১৯ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুকেশ কুমারের বোলিং দাপটে তপন মেমোরিয়ালের শুরুটাও একদম ভাল হয়নি। শুরুতেই ৪ ওভারে মাত্র ১৯ রান যোগ করে ২ উইকেট হারায় তারা। ৯ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৫৪-৩। জয়ের জন্য দরকার ছিল ১১ ওভারে মাত্র ৬৫ রান। সন্দীপন দাস করেন ৩৯ বলে ৪৯ রান। ২২ বলে ৩২ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শাহবাজ আহমেদ।