ঠাকুরের সুন্দর লড়াই, তৃতীয় দিনের শেষে এগিয়ে ভারত

ব্রিসবেনে চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শুরুটা যদি অস্ট্রেলিয়ার হয়, শেষটা হল ভারতের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩৬৯ রানের জবাবে শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরের ১২৩ রানের সপ্তম উইকেটের পার্টনারশিপের জন্য ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৬ রানে। ৩৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে টিম পেইনের দলের সংগ্রহ ২১/০। আপাতত ৫৪ রানে এগিয়ে রয়েছে তারা।
৬২/২ থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। চেতেশ্বর পূজারা ও অধিনায়ক অজিঙ্কে রাহানে শুরুটা ভাল করেও এদিন বড় স্কোর করতে ব্যর্থ হন। পূজারা ৯৪ বলে ২৫ রান করে আউট হন। রাহানের সংগ্রহ ৯৩ বলে ৩৭ রান। ঋষভ পন্থ ও মায়াঙ্ক আগারওয়াল তাদের স্টার্ট কাজে লাগাতে ব্যর্থ হন। ২৯ বলে ২৩ করে আউট হন পন্থ। মায়াঙ্কের সংগ্রহ ৭৫ বলে ৩৮ রান। ১৮৬ রানে ৬ উইকেট খুইয়ে ভারত যখন চাপে, বড় রানের লিডের দিকে অস্ট্রেলিয়া তখন ভারতকে চাপ থেকে টেনে তোলেন দ্বিতীয় টেস্ট খেলা শার্দুল ঠাকুর ও অভিষেক টেস্ট খেলা ওয়াশিংটন সুন্দর। ১২৩ রানের পার্টনারশিপ করেন দুজন মিলে। ঠাকুর ৬৭ ও সুন্দর ৬২ রান করে আউট হন।
Two special half centuries 👍🏻👍🏻
One special partnership 🤜🏻🤛🏻The highest 7th-wicket stand for an Indian pair at the Gabba 🏟️🔥#AUSvIND pic.twitter.com/eodDc91wZK
— BCCI (@BCCI) January 17, 2021
শেষপর্যন্ত ভারত অল-আউট হয় ৩৩৬ রানে। মাত্র ৩৩ রানের লিড পায় অসিরা। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৫টি উইকেট নেন জশ হ্যাজেলউড। মিচেল স্টার্ক ২টি, প্যাট কামিন্স ২টি এবং ন্যাথান লিও ১টি উইকেট নেন।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ ওভারে ২১ রান। ২২ বলে ২০ রানে ব্যাট করছেন ডেভিড ওয়ার্নার। মার্কাস হ্যারিস ১৪ বলে ১ রানে ক্রিজে রয়েছেন। আপাতত তারা ৫৪ রানের লিড পেয়েছে।