
গতকাল থেকে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলছে ভারত-দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কে এল রাহুল। শুরুটা ভালো হলেও শেষটা রক্ষা হয়নি ভারতের। প্রথম দিনেই মাত্র ২০২ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক কে এল রাহুল। রবীচন্দ্রন অশ্বিন ব্যক্তিগত ৪৬ এবং মায়ানক আগারওয়াল ২৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরত যান। বরাবরের মতই আজকের ম্যাচেও ব্যর্থ হয়েছে ভারতীয় মিডিল অর্ডার। বিরাট কোহলির স্থানে প্রথম একাদশে সুযোগ পাওয়া হনুমা বিহারীর ব্যাট থেকে এসেছে মাত্র ২০ রান।
প্রথম দিনে ভারতের দেওয়া ২০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা দিনশেষে ১ উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছিল। আজ ম্যাচ শুরু হওয়ার পূর্বে ১৬৭ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ক্রিজে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার (১১) এবং কিগন পিটারসন (১৪)। আজ ম্যাচের শুরুতেই মাংস পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়া হন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। যদিও কিছু সময় পর তিনি আবার প্রত্যাবর্তন করেছেন মাঠে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট বাঁচাতে হলে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই পেসারকে প্রধান ভূমিকা পালন করতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সে ক্ষেত্রে এই দায়িত্ব নিজের কাঁধে নিতে পারেন মোহাম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহ।
চার বছর আগে মহম্মদ শামি (Mohammed Shami) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) জুটি ওয়ান্ডারার্সের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ১৯৪ ও ১৭৭ রানে অলআউট করে দিয়েছিলেন৷ এই লড়াইতে ভারতের বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ৬৩ রানে ম্যাচ জিতেছিল৷ সেই ম্যাচে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ৭টি ও মহম্মদ শামি (Mohammed Shami) ৬টি উইকেট পেয়েছিলেন৷ প্রথম ইনিংসে বুমরাহ নিয়েছিলেন ৫টি উইকেট আর মহম্মদ শামি দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫টি উইকেট৷
