Cricket News

বিয়ের পিঁড়িতে বসলেন এই আফগান ক্রিকেটার

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন আফগান ক্রিকেটার মুজিব উর রহমান। বেশ ঘটা করেই এই লেগস্পিনারের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। শুধু তাই নয়, সতীর্থের বিয়েতে নেচেছেনও তারা। বিয়ের এই নাচ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

 

১৯ বছর বয়সী লেগ স্পিনারের বিয়েটা বেশ উপভোগ করেছেন মহম্মদ নবী, গুলবাদিন সহ আরো অন্যান্য আফগান ক্রিকেটাররা।

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষে দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা মুজিব। এবারের আইপিএল অবশ্য সুখকর ছিল না মুজিবের। কিংস ইলেভেন পাঞ্জাব গ্ৰুপ পর্ব থেকে বিদায় নেয়। এছাড়া তার নিজের পারফরম্যান্সও ভাল ছিল না। বেশিরভাগ সময় প্রথম একাদশের বাইরে বসেই থাকতে হয়েছে তাকে।

২০১৭ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুজিবের। এখন পর্যন্ত দেশের হয়ে ৪০টি ওয়ানডে খেলে ৬৩টি উইকেট, ১৯টি টি-২০ তে ২৫টি উইকেট ও একটি টেস্টে একটি উইকেট শিকার করেছেন তিনি। বোলিং ইকোনমি ভাল থাকায় বিশ্বের ফ্র্যাঞ্চ্যাইজি লিগগুলোতে তার বেশ চাহিদা রয়েছে। আসন্ন বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলতে দেখা যাবে মুজিবকে।

আরও পড়ুন

Back to top button