নিউজিল্যান্ড এ ও উইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত তিন দিনের প্রস্তুতি ম্যাচ আজ শেষ হল। উইন্ডিজের ব্যাটসম্যানরা ভাল ব্যাট করলেও বোলাররা এই প্রস্তুতি ম্যাচে সেরকম দাগ কাটতে পারলেন না। নভেম্বর ২৬-২৯ পর্যন্ত আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। তবে এটা হবে চার দিনের।
দ্বিতীয় দিনের স্কোর ৩২৯-৬ থেকে আজ ৪ উইকেট হারিয়ে ৩৭ রান যোগ করে ক্যারিবিয়ানররা। এনক্রুমাহ বোনের করেন ২৪ রান। শেইন মোসলে করেন ১১ রান। কিউয়ি এ দলের বোলারদের মধ্যে জেকব ডাফি ১৯ ওভারে ৪৯ রান দিয়ে ৩টি উইকেট পান। ২৭ ওভারে ৬৬ রান দিয়ে ২টি উইকেট পান ব্লেয়ার টিকনার। ১টি করে উইকেট পান মাইকেল রিপন, ন্যাথান স্মিথ, সিন সোলিয়া, অধিয়ানকে কোলে ম্যাকনচি ও রাচীন রবীন্দ্র।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড এ দল ৪৫.২ ওভারে ১২৪-১ করার পরেই খেলা শেষ হয়ে যায় এবং ম্যাচ ড্র হয়। একমাত্র আউট হন রাচীন রবীন্দ্র। ৪২ বলে ১টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন তিনি। ১৪৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৪ রানে অপরাজিত থাকেন উইল ইয়ং। ৮৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪১ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ান বোলারদের মধ্যে একমাত্র উইকেটটি পান শ্যানন গ্যাব্রিয়েল। ৯ ওভারে ২৩ রান দিয়ে এই উইকেটটি পান তিনি।
