ভেলোসিটিকে উড়িয়ে দিয়ে বড় জয় ট্রেইলব্লেজার্সের

ওমেন্স টি-২০ চ্যালেঞ্জের প্রথম ম্যাচে সুপারনোভাসকে ৫ উইকেটে হারালেও দ্বিতীয় ম্যাচে ট্রেইলব্লেজার্সের বিরুদ্ধে একদম মুখ থুবড়ে পড়ল ভেলোসিটি। ট্রেইলব্লেজার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৫.১ ওভারে মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায় ভেলোসিটি। শেফালি ভার্মা সর্বোচ্চ ১৩ রান করেন। ট্রেইলব্লেজার্সের হয়ে সবথেকে ভাল বল করেন সোফি একলেসস্টোন। ৩.১ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন তিনি। বাংলার ঝুলন গোস্বামী এবং রাজেস্বরী গায়কোয়াড় দুজনেই ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। ৪ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট নেন দীপ্তি শর্মা।
রান তাড়া করতে নেমে মাত্র ৭.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ট্রেইলব্লেজার্স। ২৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন ডিয়াড্রা ডটিন। বাংলার রিচা ঘোষ ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। ৪ উইকেট নিয়ে স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা হন সোফি একলেসস্টোন।
#Trailblazers start their #JioWomensT20Challenge campaign in style as they thump #Velocity by 9 wickets. 👌🔝🔥#VELvTBL #JioWomensT20Challenge
LIVE: https://t.co/tecCY5u0vl pic.twitter.com/2lCuQH0flN
— IndianPremierLeague (@IPL) November 5, 2020
এই বড় জয়ের ফলে ট্রেইলব্লেজার্স প্রায় প্লে-অফে জায়গা করে নিয়েছে। আজ দ্বিতীয় ম্যাচে যদি সুপারনোভাস ট্রেইলব্লেজার্সকে হারায় তাহলে তাহলে খারাপ রান রেটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ভেলোসিটি।