আম্পায়ার হিসাবে রেকর্ড গড়লেন আলিম দার

আম্পায়ার হিসেবে তিনি বেশ বিতর্কিত হলেও নামের পাশে রেকর্ডের অভাব নেই। টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারিংয়ের রেকর্ড তার। এবার আরেকটি কীর্তি গড়লেন আলিম দার। ৫০ ওভারের ক্রিকেটেও সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড এখন আলিম দারের দখলে। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার প্ৰাক্তন আম্পায়ার রুডি কোয়ের্টজেনকে।
Aleem Dar breaks the record for most ODIs as an on-field umpire 🙌
Aleem Dar ➜ 210
Rudi Koertzen ➜ 209
Billy Bowden ➜ 200
Steve Bucknor ➜ 181
Daryl Harper, Simon Taufel ➜ 174Congratulations 👏 | #PAKvZIM pic.twitter.com/xyqvnFKWEU
— ICC (@ICC) November 1, 2020
গত শুক্রবার পাকিস্তান-জিম্বাবোয়ের প্রথম ওয়ানডেতে আম্পায়ার হিসেবে মাঠে নেমে আমি দার কোয়ের্টজেনের ২০৯ ম্যাচ পরিচালনার রেকর্ড স্পর্শ করেন। এরপর আজ রবিবার রাওয়ালপিন্ডিতে দুই দলের দ্বিতীয় ওয়ানডে দিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই আম্পায়ারের রেকর্ডকে ছাড়িয়ে যান। এই দুইজন ছাড়া ২০০টি ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন কেবল নিউজিল্যান্ডের বিলি বাউডেন (২০০)। এছাড়া উইন্ডিজের স্টিভ বাকনর ১৮৪ ও অস্ট্রেলিয়ার ড্যারিল হার্পার ১৭৪ ম্যাচে আম্পায়ার ছিলেন।
২০০০ সালে গুজরানওয়ালাতে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ পরিচালনার মাধ্যমে আম্পায়ার হিসেবে কেরিয়ার শুরু করেন আলিম দার। ৩ বছর পর ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে তার টেস্ট অভিষেক হয়ে যায়। এরপর ২০০৯ সালে দুবাইয়ে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-২০ আম্পায়ার হিসেবে তার পথচলা শুরু হয়। এই ফরম্যাটে ম্যাচ পরিচালনায় তিনি এখন দুই নম্বরে আছেন। শীর্ষে আছেন তার স্বদেশি আম্পায়ার আহসান রাজা (৪৯)।