ওমেন্স টি-২০ চ্যালেঞ্জের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় ভেলোসিটির

ওমেন্স টি-২০ চ্যালেঞ্জ ২০২০’র প্রথম ম্যাচে ভেলোসিটি ৫ উইকেটে হারাল সুপারনোভাসকে।প্রথমে ব্যাট করে সুপারনোভাসের করা ২০ ওভারে ১২৬/৮ এর জবাবে ভেলোসিটি এক বল বাকী থাকতেই ৫ উইকেট হারিয়ে ১২৯/৫ সংগ্রহ করে।
সুপারনোভাসের সর্বোচ্চ স্কোরার চামারি আথাপাত্থু। ৩৯ বলে ২টি বাউন্ডারি ও ২টি ওভারবাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন তিনি। ২৭ বলে ৩১ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কউর। ভেলোসিটির হয়ে সবথেকে ভাল বল করেন একতা বিস্ত। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। লেইগ ক্যাসপেরেক ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ জাহানারা আলমের।
২০ ওভারে ১২৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই আউট হন ড্যানিয়েল ওয়াট। দলের স্কোর যখন ১৭, তখন ১৭ করে আউট হন শেফালি ভার্মা। এরপর অধিনায়ক মিতালি রাজ আউট হন ৭ রানে তখন দলের স্কোর ৩৮। এরপর ভেদা কৃষ্ণমূর্তি ও সুষমা ভার্মা মিলে ২৭ রানের পার্টনারশিপ গড়ার পর ২৯ রানে আউট হন ভেদা। এরপর সুষমা ভার্মা ও সুনে লুস গুরুত্বপূর্ণ ৫১ রানের পার্টনারশিপ গড়ার পর ৩৩ বলে ৩৪ করে আউট হন সুষমা ভার্মা। জয়ের জন্য দরকার ৭ বলে ১১ রান। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভেলোসিটি। ২১ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন সুনে লুস।
What a thriller we’ve witnessed here in Sharjah! 👌#Velocity pull off a 5-wicket over #Supernovas in the opening encounter of #JioWomensT20Challenge 🔝👏👌#SNOvVEL pic.twitter.com/jTB9yVgM1y
— IndianPremierLeague (@IPL) November 4, 2020
এই ম্যাচে ২১ বলে ৩৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচের সেরা হন সুনে লুস। আজ দুপুর ৩.৩০ এ মুখোমুখি হবে ভেলোসিটি ও ট্রেইলব্লেজার্স। সন্ধ্যা ৭.৩০ এ মুখোমুখি হবে ট্রেইলব্লেজার্স ও সুপারনোভাস।