৩২-এ পা বিরাট কোহলির। ভারত এবং আরসিবি অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর সতীর্থরা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা প্রত্যেকেই। বহু বছর পর ফের আইপিএলের প্লে অফ খেলছে বিরাট কোহলির আরসিবি। ট্রফি জয়ের এবার সুবর্ন সুযোগ কোহলিদের সামনে। বিরাট এবং তাঁর দলকে নিয়ে প্রথমবার আইপিএল জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন আরসিবি সমর্থকরা।
আরসিবি-র পক্ষ থেকে বৃহস্পতিবার তাদের অধিনায়কের জন্মদিনে আবেগঘন পোস্ট করা হয়। দলের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে বিরাটের ছবি দিয়ে লেখা হয়, ”এই মানুষটা নিজের রক্ত, ঘাম এবং চোখের জল সবকিছু দিয়েছে রেড অ্যান্ড গোল্ডকে। আমাদের কিংবদন্তি দলনেতাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থ ডে কিং কোহলি!”
To the man who’s given blood, sweat and tears to the Red and Gold.
To our Leader and Legend, Here’s wishing KING KOHLI a very Happy Birthday!! 🤩🤩
Have a great day, Skip! #PlayBold #WeAreChallengers #HappyBirthdayViratKohli #HappyBirthdayKingKohli pic.twitter.com/bnPUi7goot
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 4, 2020
আইসিসির পক্ষ থেকে বিরাট কোহলির একটা ছবি ও দুটো ভিডিও পোস্ট করা হয়। যার মধ্যে একটা ভিডিওতে ২০১১ বিশ্বকাপের ফাইনালে করা কোহলির ৩৫ রানের ইনিংসটিকে তুলে ধরা হয় এবং বলা হয় যখন তোমার ৭০টি শতরান ও ১০৪টি অর্ধশতরান রয়েছে তখন ৩৫ রানের একটা ইনিংসকে ভুলে যাওয়া খুব সোজা। কিন্তু এটা ভুলে যাওয়া অত সহজ না কারণ বিশ্বকাপের ফাইনালে ৩১/২ থেকে ৩৫ রানের দামী ইনিংসটা ভারতের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
When you have 70 centuries and 104 fifties, it's easy for a 35-run knock to be forgotten!
But this shouldn't be – coming in at 31/2 in a CWC final, a young Virat Kohli held his own to play a crucial role in 🇮🇳's win 🙌
Is this underrated knock among his top three in ODIs? pic.twitter.com/5CwGwja2sb
— ICC (@ICC) November 5, 2020
বিসিসিআইয়ের পক্ষ থেকেও কোহলিকে শুভেচ্ছা জানানো হয় এবং টেস্টে তাঁর ২৫৪ রানের অপরাজিত ইনিংসটি তুলে ধরা হয়। এছাড়া এই বিশেষ দিনে আরো অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
• 2011 World Cup-winner
• 21,901 runs, 70 centuries in intl. cricket
• Most Test wins as Indian captain
• Leading run-getter in T20Is (Men's)Wishing #TeamIndia captain @imVkohli a very happy birthday. 👏🎂
Let's revisit his Test best of 254* vs South Africa 🎥👇
— BCCI (@BCCI) November 5, 2020
