Cricket News

কোহলির দীপাবলিতে বাজি না ফাটানোর আর্জিতে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ

আইপিএলের পর বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে গেল ভারতীয় দল। বর্তমানে অজিদের দেশে কোয়ারেন্টাইনে রয়েছে টিম ইন্ডিয়া। সেখান থেকেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁরা। আর সেটা করতে গিয়েই বিতর্কে জড়ালেন ভারতীয় দলের অধিনায়ক। দীপাবলির শুভেচ্ছার পাশাপাশি বাজি না ফাটানোর আবেদন জানানোয় বিরাটের প্রতি ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।

শনিবার সকালে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের বাজি না ফাটানোর আর্জি জানান বিরাট। সোশ্যাল মিডিয়ায় করা এক ভিডিও বার্তায় বিরাট বলেন, “আপনাকে ও আপনার পরিবারকে আমার পক্ষ থেকে দীপাবলির শুভেচ্ছা। শান্তি, সমৃদ্ধি ও আনন্দ সঙ্গী হোক আপনাদের। দয়া করে পরিবেশের কথা মাথায় রেখে কেউ বাজি পোড়াবেন না। বাড়িতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, আনন্দ করুন প্রদীপ জ্বালিয়ে, মিষ্টিমুখ করে।”

কিন্তু বিরাটের এই কথায় চটে যান নেটিজেনদের একাংশ। একজন লেখেন, “বাজি ফাটাব না? আইপিএলের সময় বাজি ফাটাতে দেখেননি? কিংবা বড়দিন বা নতুন বছর? সেই সময় আপনি চুপ করে থাকেন, কিন্তু হিন্দু উত্‍সবের সময়েই যত জ্ঞান দেন।”  অপর এক নেটিজেন লেখেন, “সে না হয় দীপাবলি পালন করব, কিন্তু বাজি নিয়ে জ্ঞান দেওয়াটা কি জরুরি ছিল?‌’‌’‌

আরও পড়ুন

Back to top button