Cricket News

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিলেন বিরাট

সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তবে একই সঙ্গে তার অনুরোধ, বাজির ব্যবহার যেন একেবারেই না করা হয়। ব্যাপকহারে বাজি ব্যবহারের ফলে ভারতে ভয়াবহ বায়ুদূষণের ঘটনা ঘটে। প্রতিবছর এই দূষণের ঘটনা ঘটলেও বাজি ব্যবহার কিছুতেই কমছে না।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন কোহলি। সেখানে ২৭ নভেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর আছে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। কোহলি অবশ্য প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন। কারণ তার স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা। প্রথম সন্তান জন্মের সময় তিনি আনুশকার পাশে থাকতে চান।

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বার্তার মাধ্যমে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বিরাট।

কোহলি বলেছেন, “আপনাকে ও আপনার পরিবারকে আমার পক্ষ থেকে দীপাবলির শুভেচ্ছা। শান্তি, সমৃদ্ধি ও আনন্দ সঙ্গী হোক আপনাদের। দয়া করে পরিবেশের কথা মাথায় রেখে কেউ বাজি পোড়াবেন না। বাড়িতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান, আনন্দ করুন প্রদীপ জ্বালিয়ে, মিষ্টিমুখ করে।”

 

আরও পড়ুন

Back to top button