Cricket News

দলে নেই ওয়াগনার, নতুন পেসার ম্যাট হেনরি

ঘরের মাঠে পাকিস্তানের (Pakistan) বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করল আয়োজক নিউজিল্যান্ড (New Zealand)। চোটের সম্মুখীন হওয়া নেইল ওয়াগনারের (Neil Wagner) পরিবর্তে এই দলে অন্তর্ভূক্ত করা হয়েছে পেসার ম্যাট হেনরিকে (Matt Henry)।

প্রথম টেস্টে ১০১ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। সেই ম্যাচে আঙুলে চোট পান বাঁহাতি পেসার নেইল ওয়াগনার। তার সুস্থ হতে কমপক্ষে ৬ সপ্তাহ লাগবে। এদিকে বল হাতে দারুণ ফর্মে আছেন ম্যাট হেনরি। সম্প্রতি নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে পাকিস্তান শাহীনের (এ দল) বিপক্ষে ৫৩ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি।

আগামী ৩ জানুয়ারি হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সেই টেস্টে জিততে বা ড্র করতে পারলেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে কিউইরা।

নিউজিল্যান্ড টেস্ট দল : 

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর, বি জে ওয়াটলিং (উইকেটরক্ষক), উইল ইয়ং

আরও পড়ুন

Back to top button