Cricket News

প্রথম টেস্টে দলে নেই ওয়ার্নার

ওয়ানডে ও টি-২০ সিরিজের খেলা শেষ। এবার শুরু হচ্ছে টেস্ট সিরিজের লড়াই। আগামী  ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্ট দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজ। তবে প্রথম টেস্টেও ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলে পাচ্ছেনা অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে চোট পাওয়া ওয়ার্নারের ফিট হতে আরো অন্তত ১০দিন সময় লাগবে।

চোট পাওয়ার আগে প্রথম দুই ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এই অজি তারকা ব্যাটসম্যান। প্রথম ওয়ানডেতে ৭৬ বলে ৬৯ ও দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন তিনি।

শেষ ওয়ানডে ও টি-২০ সিরিজে ওয়ার্নারকে মিস করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার প্রথম টেস্ট মিস করলেও ২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া মেলবোর্নে দ্বিতীয় টেস্টেই দলে ফিরছেন তিনি।

সিডনিতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন তলপেটে চোট পান ওয়ার্নার। ফিল্ডিং করার সময় আচমকাই চোটে পান তিনি।এরপর তাকে ধরে ধরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, সিরিজের শেষ ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচে খেলতে পারবেন না ওয়ার্নার। আর এখন প্রথম টেস্টেও অস্ট্রেলিয়া দলে পাচ্ছেনা তাকে। এখন দেখার পিঙ্ক বল টেস্টে ওয়ার্নারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া কেমন পারফরম্যান্স করতে পারে।

 

 

 

আরও পড়ুন

Back to top button