Cricket NewsIndian Cricket Team

ব্রিসবেন টেস্টে এই খেলোয়াড়ের জায়গায় টেস্ট অভিষেক হতে পারে ওয়াশিংটন সুন্দরের

ভারতের দীর্ঘ দুই মাসের অস্ট্রেলিয়া সফর এবার শেষ হতে চলেছে। আগামীকাল ব্রিসবেনে শুরু হবে টেস্ট সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচ। ৪ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল বর্তমানে ১-১। ভারত ও অস্ট্রেলিয়া দুই দলেরই সুযোগ রয়েছে শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের। তবে ব্রিসবেন টেস্টে নামার আগে চোট সমস্যায় কাবু ভারতীয় দল যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে। চোট পেয়েছেন রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাহ। তাই প্রথম একাদশ তৈরি করতে হিমশিম খাচ্ছে টিম ইন্ডিয়া।

জাদেজার চোট পেয়ে ছিটকে যাওয়াটা ভারতীয় দলের জন্য খুবই খারাপ একটা খবর। তার মতো একজন অল-রাউন্ডারের অনুপস্থিতি যে ভারতকে ভোগাবে সেটা বলার অপক্ষা রাখে না। তবে জাদেজা নেই বলে তার বিকল্পও খুঁজতে হচ্ছে।

জানা যাচ্ছে জাদেজার জায়গায় প্রথম একাদশে খেলতে পারেন ওয়ানশিংটন সুন্দর। ভারতের হয়ে টি-২০ অভিষেক তার অনেক আগেই হয়েছে। এই অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে অভিষেকটাও হয়েছে। এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। সুন্দর ভাল বল করার পাশাপাশি দরকারে ব্যাটও করতে পারেন। তাই সুন্দরকে ব্রিসবেনের গাব্বায় খেলানোর পরিকল্পনা রয়েছে ভারতের।

 

আরও পড়ুন

Back to top button