জেনে নিন ভারতের বিরুদ্ধে কেন বিশেষ জার্সি পরবে অস্ট্রেলিয়া

চলতি মাসের ২৭ তারিখ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। সিরিজে অংশ নিতে বুধবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারত। অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি–২০ ও চারটি টেস্ট ম্যাচ খেলা হবে দু’দলের মধ্যে।
আর আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। সেই সিরিজে বিশেষ জার্সি পরে খেলবে অ্যারন ফিঞ্চরা। নিজেদের স্বকীয়তা ও আদিবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে মূলত এই বিশেষ জার্সি পরবে তারা। অজি তারকা পেসার মিচেল স্টার্ক ইতিমধ্যে সেই জার্সি গায়ে ছবিও আপলোড করেছেন।
ICYMI: The Australian men will wear a shirt designed by two Indigenous women for their T20 series against India. The story behind the artwork: https://t.co/hvo9DckVmE #NAIDOC2020 #AUSvIND pic.twitter.com/PF92tkZPUA
— cricket.com.au (@cricketcomau) November 11, 2020
প্রায় দেড়শ বছর আগে ১৮৬৮ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। আদিবাসীদের নিয়ে গড়া সেই দল মাত্র তিন মাসের মধ্যে খেলেছিল ৪৭টি ম্যাচ। তাদের স্মৃতিতেই তৈরি করা হয়েছে নতুন এই জার্সি। জার্সিতে থাকা আর্টওয়ার্কটি ডিজাইন করেছেন ১৮৬৮ সালের সেই সফরে থাকা অন্যতম সদস্য গ্রনগারঙের বংশধর ফিওনা ক্লার্ক। এই আর্টওয়ার্কটি ধাপে ধাপে আদিবাসী ক্রিকেটারদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বর্ণনা দেয়। এই জার্সির কো-ডিজাইনার হলেন কোর্টনি হাগেন, বাচুলা, গুবি গুবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার আদিবাসী ক্রিকেট বিষয়ক বিশেষ দল।
এই জার্সি প্রসঙ্গে কোর্টনি হাগেন বলেছেন, “আমরা এমন কিছু তৈরি করতে চেয়েছি যার মাধ্যমে আদিবাসী ও দ্বীপ অঞ্চলের ক্রিকেটারদের সম্মান জানাতে পারি। ফিওনা ক্লার্কের সঙ্গে মিলে জার্সিটি কো-ডিজাইন করতে পারা সত্যিই অনেক সম্মানের।”