মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস কে হারিয়ে পঞ্চমবার আইপিএলের খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই খারাপ খবর মুম্বই শিবিরে।
মরু শহর থেকে দেশে ফিরে বিমানবন্দরে আটক করা হলো দলের অল-রাউন্ডার করুনাল পান্ডিয়াকে। তার বিরুদ্ধে নিয়ম ভেঙে অতিরিক্ত সোনা আনার অভিযোগ উঠেছে। ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর তাকে আটক করে শুল্ক দপ্তর।
Cricketer Krunal Pandya stopped by Directorate of Revenue Intelligence (DRI) at the Mumbai International Airport over suspicion of being in possession of undisclosed gold and other valuables, while returning from UAE: DRI sources pic.twitter.com/9Yk82coBgz
— ANI (@ANI) November 12, 2020
করুনালকে আটক করার পর সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটভক্তরা তাকে নিয়ে ট্রোল শুরু করে দেয়।
https://twitter.com/theskindoctor13/status/1326885415983357952
এখনও পর্যন্ত আইপিএলে ৭১টি ম্যাচ খেলেছেন হার্দিকের দাদা করুনাল। এবারের আইপিএলটা তার সেরকম ভাল যায়নি। ১৬ ম্যাচে মাত্র ১০৯ রান করেছেন। উইকেট পেয়েছেন ৬টি। তবে ২০১৭ আইপিএলে তার পারফরম্যান্স খুব ভাল ছিল। সেই আইপিএলে রাইজিং পুনে সুপারজায়েন্টস কে হারিয়ে তৃতীয়বার আইপিএলের খেতাব জেতে মুম্বই। ফাইনালে ৩৮ বলে ৪৭ রান করা করুনাল ম্যাচের সেরাও হয়েছিলেন।
