Cricket NewsIndian Cricket TeamInternational Cricket

দ্বিতীয় ইনিংসে কী সাইনি বল করবেন, এল বড়সড় আপডেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট-আঘাতে কাবু টিম ইন্ডিয়া। এই চোটে নতুন সংযোজন পেসার নভদীপ সাইনি। প্রথম ইনিংসে বল করার সময় চোট পান তিনি। ওভারটি শেষ করেন রোহিত শর্মা।

আর এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে সাইনি কী দ্বিতীয় ইনিংসে বল করতে নামবেন? কারণ সাইনি দ্বিতীয় ইনিংসে বল না করতে আসা মানে একজন বোলার কমে যাওয়া। তখন বাকী বোলারদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। নভদীপ সাইনিকে নিয়েই এবার বড়সড় আপডেট পাওয়া গেল।

এই নিয়ে সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাতকারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের এক সূত্র বলেছেন, “মেডিকাল টিম সাইনির চোট সারাতে কাজ করছে। ওনার কুচকিতে চোট রয়েছে, কিন্তু ওরা চেষ্টা করে চলেছে যাতে উনি দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেন।”

ব্রিসবেন টেস্টে আদৌ ফিরতে পারবেন নভদীপ সাইনি? রইল বড় আপডেট 4

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩৬ তম ওভার বল করতে এসেছিলেন নভদীপ সাইনি। সেই ওভারের পঞ্চম বল করার পর হঠাতই মাটিতে শুয়ে পড়েন সাইনি। ফলো থ্রুতেই বেশ অস্বস্তি হচ্ছিল সাইনি। শুয়ে পড়ে নিজের থাইয়ের অংশে বেশ যন্ত্রণা পাচ্ছিলেন সাইনি। সেই সময় দলের ফিজিও এসে দেখেন নভদীপ সাইনিকে, খানিক সুশ্রুষা করার পরেও কোনও লাভ হয়নি। আর তাঁর জেরে ফিজিওর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন নভদীপ সাইনি। এখন দেখার সাইনি দ্বিতীয় ইনিংসে বল করতে নামেন কী না। যদিও তার আগে ভারতের প্রথম ইনিংসে তাকে একবার ব্যাট করতেও নামতে হবে।

আরও পড়ুন

Back to top button