Cricket News

দেখুন করোনাবিধি ভাঙার জন্য কী শাস্তি পেতে হল ক্যারিবিয়ান ক্রিকেটারদের

করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বিদেশ সফর করে নজির গড়েছিল উইন্ডিজ ক্রিকেট দল। এবার সেই ক্যারিবিয়ানরাই তাদের নিউজিল্যান্ড সফরে করোনার নিয়ম ভাঙল। এই নিয়ম ভাঙার ফলে নিজেদের অনুশীলনের সুযোগও হারাল।

করোনা প্রতিরোধে বেশ কড়াকড়ি করেছে নিউজিল্যান্ড সরকার। নিউজিল্যান্ড সফরে গিয়ে জৈব সুরক্ষা বলয়ে তিন ধাপে ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন গ্রুপে রাখা হয়েছিল। কিন্তু আইসোলেশনের ১২ নম্বর দিনে গোলমাল বাঁধল। ক্রাইস্টচার্চের হোটেলে দুটি গ্রুপে আইসোলেশনে ছিলেন ক্রিকেটাররা। নিয়ম হল, এক গ্রুপে থাকা ক্রিকেটাররা আইসোলেশনের সময় আর এক গ্রুপের ক্রিকেটারদের সঙ্গে মিশতে পারবেন না।

কিন্তু হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুই গ্রুপের ক্রিকেটাররা একসঙ্গে আড্ডা দিচ্ছেন, এমনটি খাবারও ভাগাভাগি করছেন! যদিও গোটা বিষয়টি হোটেলের মধ্যে হয়েছে, তাই হয়তো ঝুঁকি নেই। নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই পরিস্থিতিতে ক্রিকেটারদের কোয়ারেন্টিনের বাকি সময় হোটেলেই কাটাতে হবে বলে জানানো হয়েছে। যার সময়সীমা শেষ হবে শুক্রবার। উইন্ডিজ ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ জনি গ্রেভ নিউজিল্যান্ডের মিডিয়াকে জানিয়েছেন,”আমি খুবই হতাশ যে খেলোয়াড়রা জানার পরেও তাদের নিয়ম ভাঙল। নিউজিল্যান্ড সরকার যেখানে এত ভাল কাজ করছে সেখানে আমার দলের ক্রিকেটারদের এরকম কাজ করা ঠিক হয়নি।”

দলের কয়েকজন ক্রিকেটার নিয়ম ভেঙেছেন। আইসোলেশনের নিয়ম ভাঙায় ওয়েস্ট ইন্ডিজের অনুশীলন ৪ দিনের জন্য বন্ধ করেছে নিউজিল্যান্ড সরকার। এর জন্য অবশ্য তিন ম্যাচের টি-২০ সিরিজ এবং দুই ম্যাচের টেস্টের সিরিজের সূচিতে কোনও বদল হচ্ছে না বলেই জানা গিয়েছে আপাতত। আগামী ২৭ নভেম্বর অকল্যান্ডে প্রথম টি-২০ ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে উইন্ডিজ  ক্রিকেট দল।

আরও পড়ুন

Back to top button