Cricket News

কোহলি ছাড়া টেস্টে টিম ইন্ডিয়ার কী অবস্থা হবে খিল্লি করলেন মাইকেল ক্লার্ক

সিডনিতে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হেরে অস্ট্রেলিয়া সফরের শুরুটা একদমই ভাল হয়নি ভারতের। আগামীকাল হোয়াইটওয়াশ বাঁচাতে ক্যানবেরায় তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে খেলতে নামছে তারা। ২ বছর আগে অস্ট্রেলিয়াকে তাদের দেশেই ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস তৈরি করেছে কোহলি অ্যান্ড কোম্পানি। যদিও সেই সিরিজে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ছিলেন না। এবার প্রথম টেস্টের পর থাকছেন না কোহলি। সুতরাং স্মিথ-ওয়ার্নার-লাবুশানের ভয়ংকর অস্ট্রেলিয়ার সামনে ভারতের অবস্থা বেশ খারাপই হতে চলেছে।

বিরাট কোহলি প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন। তাকে ছাড়াই বাকি ৩ টেস্ট খেলতে হবে। যে কারণে নিশ্চিতভাবেই ভারত চাপে থাকবে। আর তার পরেও যদি ভারত-অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে যায় তাহলে অবিশ্বাস্য ঘটনা হবে বলে মনে করছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ঠাট্টা করে ক্লার্ক আরও বলেন, এভাবে জিতলে নাকি ভারতে বছরজুড়ে উৎসব চলবে!

ক্লার্কের বলেছেন, “কোহলির দুটি দিক আছে। একটা নেতৃত্বের আর একটা ব্যাটিংয়ের। কোহলির জায়গায় কে ব্যাট করবে সেটা খুব গুরুত্বপূর্ণ। লোকেশ রাহুল প্রতিভাবান, সংশয় নেই। আমার মনে হয় সে অভিজ্ঞ। এর আগে এই ধরনের পরিবেশে খেলেছে। কোহলির জায়গায় সে নামতে পারে। তবে কোহলির অভাব কেউই পূর্ণ করতে পারবে না। কোহলি ছাড়া টেস্ট সিরিজ জিতলে ভারতে তো বছরখানেক ধরে উৎসব চলবে। এটা একেবারেই অবিশ্বাস্য জয় হবে। আমার মনে হয় ভারতীয় ক্রিকেটারদের সেভাবেই বিষয়টা দেখা উচিত।”

আরও পড়ুন

Back to top button