আজ থেকে শুরু মহিলাদের টি-২০ চ্যালেঞ্জ

আজ থেকে শুরু হচ্ছে উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ বা মেয়েদের আইপিএল। এবারই প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। মোট তিনটি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
বাংলাদেশ থেকে এবার অংশ নিচ্ছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম এবং অলরাউন্ডার সালমা খাতুন। গত আসরের মতো এবারও জাহানারা খেলছেন ভেলোসিটির হয়ে। আর প্রথমবার খেলতে যাওয়া সালমা খাতুন খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে।
আজ প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাস মুখোমুখি হবে ভেলোসিটির।
Is their anyone who can predict the playing XI for today's match 💜 #Velocity #WomensT20Challenge pic.twitter.com/741FYpjaKi
— Women's T20 Challenge #queen'sBattle (@Womens_ipl) November 4, 2020
ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
Is their anyone who can predict the playing XI for today match 💙 #Supernovas #WomensT20Challenge pic.twitter.com/cvUnNEQ7hn
— Women's T20 Challenge #queen'sBattle (@Womens_ipl) November 4, 2020
এদিকে, বৃহস্পতিবার মাঠে নামবে ট্রেইলব্লেজার্স এবং ভেলোসিটি। ৭ তারিখ অর্থাৎ শনিবার মুখোমুখি হবে ট্রেইলব্লেজার্স ও সুপারনোভাস। ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টার ফাইনাল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। সুপারনোভাসের অধিনায়ক হরমনপ্রীত কউর। ভেলোসিটির অধিনায়ক মিতালি রাজ। ট্রেইলব্লেজার্স-এর অধিনায়ক স্মৃতি মন্ধনা।
গতবছর ফাইনালে মুখোমুখি হয়েছিল সুপারনোভাস ও ভেলোসিটি। ভেলোসিটি কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুপারনোভাস। এবছর কোন দল জিততে পারে সেদিকেই নজর থাকবে সবার।