Cricket NewsIndian Cricket Team

Ind vs Eng : প্রথম টেস্টে বাদ পড়তে পারে এই তারকা ক্রিকেটার, তার পরিবর্তে কে?

আসন্ন ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ম্যাচ নিয়ে পারদ চড়ছে ক্রিকেট মহলে। ইংল্যান্ড ইতিমধ্যে তাদের দল সহ চেন্নাইতে পৌঁছে গেছে। ভারতীও দলের প্লেয়াররা একে একে ভেন্যুতে পৌঁছচ্ছেন। কোভিড বিধি মেনে প্লেয়াররা নিজেদের মতো করে নিভৃতবাসে আছেন। কিন্তু সূত্রানুযায়ী এইবার টেস্টে বাদ পরতে পারেন সুন্দর, সিরাজ আর শার্দূল ঠাকুর।

সুন্দর এবং সিরাজ অস্ট্রেলিয়া সফরে তাদের টেস্ট অভিষেক ঘটান, যখন শার্দুল তার কর্মজীবনের দ্বিতীয় টেস্টটি খেলেন। সিরাজ ভারতের হয়ে সর্বোচ্চ 13 উইকেট নেন এবং সুন্দর বল ব্যাট উভয়ের সঙ্গে নিজের প্রতিভার চিহ্ন রেখে যান। অন্যদিকে শার্দুল এই সুযোগকে চমৎকারভাবে কাজে লাগিয়ে 69 রান করার পাশাপাশি তিনি 7 উইকেট তুলে নেন যা গাব্বা টেস্টে ভারতের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কিন্তু কি কারনে এই প্রতিভাবান তরুণ ক্রিকেটটার বাদ যেতে হতে পারে প্রথম একাদশ থেকে আসুন জানি।

৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে শুরু হতে চলা ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচের সিরিজে বিরাট কোহলি অধিনায়ক হিসেবে ফিরছেন। সাথে হার্দিক পাণ্ডিয়া, ঈশান্ত শর্মার দলে প্রত্যাবর্তন করছেন। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় ভাল খেলার শর্তেও বেশকিছু তরুণ খেলোয়াড়কে প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে। তাই হিসেবমতো শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দরের সুযোগ পাওয়া বেশ মুশকিল।

ঈশান্ত শর্মা পেস বোলার হিসেবে, অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন আর কুলদীপ যাদবকে স্পিন বোলার হিসেবে মাঠে নামাতে পারে টিম ইন্ডিয়া। দলের মধ্যে এই ভাঙ্গাগড়া দলকে কতটা জয়ের কাছাকাছি নিয়ে যাবে তার উত্তর যদিও সময় দেবে।

আরও পড়ুন

Back to top button