Cricket NewsIndian Cricket Team

বেফালতু শট খেলে আউট হয়েছেন রোহিত শর্মা, ভিডিও পোস্ট করে এই কথা বললেন ভক্তদের

ব্রিসবেনে অস্ট্রলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুটা ভালোই করেছিলেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু সেই শুরুটাকে কাজে লাগাতে ব্যর্থ হন। ৭৪ বলে ৪৪ রান করে ন্যাথান লিওর বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন হতাশ হয়ে। পরে বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় তার আউট প্রসঙ্গে একটা ভিডিও করে। সেই ভিডিওতে ভারতের বর্তমান সহ-অধিনায়ক বলেন, “এটাই আমার স্টাইল। এভাবেই খেলি। যখন শটগুলো লাগে ভাল লাগে। না লাগলে বাজে লাগে। সেটাই হয়েছে। আমি সেট হয়ে গেছিলাম এবং বোলারদের ডমিনেট করতে চাইছিলাম। যেটা আমি সবসময় করি। আমি এভাবেই খেলবো।” অনেকে রোহিতের কথা সমর্থন করলেও অনেকেই তার বিরোধিতা করেছেন।

রোহিত আউট হওয়ার পর ভারতের প্রাক্তন তারকা সুনীল গাভাসকর টুইট করে বলেন এই শট মেনে নেওয়া যায় না। এটা একটা দায়িত্বজ্ঞানহীনের মতো শট। কয়েকটা বল আগে বাউন্ডারি মারার পর অহেতুক ঝুঁকি নিয়ে বড় শট খেলার কোনো দরকার ছিল না। শুধু তাই নয় নেটিজানরাও এটাকে ভালোভাবে নেননি। কেউ কেউ আবার বলেছেন রোহিতের এই আউট হয়ে যাওয়ার ফলে অজিঙ্কে রাহানে ও চেতেশ্বর পূজারার ওপর চাপটা অনেকটাই বেড়ে গেল।

আরও পড়ুন

Back to top button