Connect with us

Cricket News

KKR Vs DC: ২ রানে ৩ উইকেট! শেষ ওভারে বিধ্বংসী বোলিং মোস্তাফিজুরের

Advertisement

ইনিংসের শেষ ওভারে বাজিমাত করলেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। আজ গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মহারণের ২২ গজে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। টানা চার ম্যাচে পরাজিত হওয়ার পর প্লে-অফে পৌঁছাতে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নিশ্চিত করা প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে ওপেনিং জুটি ডাহা ব্যর্থ হওয়ার ফলে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে স্কোরবোর্ডে মাত্র ১৪৬ রান যুক্ত করতে সক্ষম হয় কলকাতা নাইট রাইডার্স।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লির আহবানে প্রথমে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। ওপেনিং জুটিতে অ্যারন ফিঞ্চ এবং ভেঙ্কটেশ আইয়ার পুরোপুরি ফ্লপ হওয়ার পর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৪২ রানের ইনিংসে ম্যাচে প্রত্যাবর্তন শুরু করে কলকাতা নাইট রাইডার্স। তবে মিডল অর্ডারে কুলদীপ যাদবের বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পুজা কলকাতা নাইট রাইডার্স। কুলদীপ যাদব ৩ ওভার বোলিং করে ১৪ রানের বিনিময়ে তুলে নেন মূল্যবান চারটি উইকেট।

এরপর অবশ্য ডেথ ওভারে এসে বাজিমাত করেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে তার হাতে বল তুলে দেন ঋষভ পন্থ। ইনিংসের ২০তম ওভারে এসে দুর্দান্ত ফর্মে থাকা নিতিশ রানা এবং রিঙ্কু সিংয়ের উইকেট তুলে নেন। ওই একই ওভারে তুলে নেন টিম সাউদির মূল্যবান উইকেট। শেষ ওভারে বোলিং করতে এসে মাত্র ২ রান খরচ করে ৩ উইকেট দখল করেন তিনি। আজকের ম্যাচে কলকাতার বিরুদ্ধে মোট ৪ ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন তিনি। মূলত শেষ ওভারে মোস্তাফিজুরের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৪৬ রানে শেষ হয় কলকাতার ইনিংস।

Advertisement

#Trending

More in Cricket News