
আইপিএল ২০২১-এ গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আশা করেছিল চলতি বছর আইপিএলের মেগা আসরে ঘুরে দাঁড়াবে। তবে সেই আশা নিরাশায় পরিণত হল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার। ঘুরে দাঁড়ানোর অভিপ্রায়তে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য নির্মাতা কায়রন পোলার্ডকে ৬ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুম্বাইয়ের সেই সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল তার প্রমাণ হাতেনাতে পেল আইপিএলের চলতি আসরে।
আইপিএল শুরু থেকে একের পর এক ম্যাচে হেরে দিশেহারা হয়ে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টানা আট ম্যাচে পরাজিত হওয়ার পর নবম ম্যাচে গিয়ে নিজেদের প্রথম জয়ের মুখ দেখেছে মুম্বাই। বর্তমানে পয়েন্ট টেবিলের একদম নিচে অবস্থান করছে আইপিএলের চ্যাম্পিয়ন দল। গতকাল সম্মান রক্ষার লড়াইয়ে শক্তিশালী গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত কুড়ি ওভার ব্যাটিং শেষে ৬ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ১৭৭ রান সংগ্রহ করে।
তবে এতকিছুর মধ্যেও ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়লেন কায়রন পোলার্ড। আইপিএল খেলছেন নাকি টেস্ট? প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের। হ্যাঁ, গতকাল আইপিএলের আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে টেস্ট খেলার দায়িত্ব নিয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার কায়রন পোলার্ড। দলের দুঃসময়ে অভিজ্ঞ ক্রিকেটার কায়রন পোলার্ড ১৪ বল মোকাবেলা করে ৪ রানের ইনিংস খেলেন তিনি। গুজরাটের বিরুদ্ধে ২৮.২৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়েছেন তিনি। তার পারফরম্যান্স দেখে একজন তো বলেই ফেললেন, “যদি টেস্ট খেলার ইচ্ছা থেকেই থাকে তাহলে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যেতে পারতেন, ভুল প্লাটফর্মে এসে পড়েছেন আপনি।”
