
প্লে-অফে পৌছানোর স্বপ্ন কার্যত শেষ। টানা ছয় ম্যাচে লজ্জার হার হেরে গ্রুপ পর্যায় থেকে বিদায় নেওয়ার অপেক্ষায় এখন মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে-অফে পৌঁছাতে গেলে কমপক্ষে আটটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। অন্যদিকে, ৬ ম্যাচে পরাজয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে রয়েছে আর মাত্র আটটি ম্যাচ। তবে আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি টানা আট ম্যাচে জয় নিশ্চিত করতে পারেনি, কিংবা টানা ছয় ম্যাচে পরাজিত হওয়ার পর প্লে-অফে পৌঁছাতে পারিনি। সেই দৃষ্টিকোণ থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল যাত্রা কার্যত শেষ হলো আজ।
ইতিপূর্বে, চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আজ সেই লজ্জার রেকর্ডে যুক্ত হলো আরো একটি নাম। নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে ১৮ রানে পরাজিত হল মুম্বাই ইন্ডিয়ান্স।
প্লে-অফে পৌঁছানোর জন্য আজ মুম্বাইয়ের মরণ-বাঁচনের লড়াই ছিল। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। মুম্বাইয়ের আহবানে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করে লখনউ। অধিনায়ক কে এল রাহুল নিজের শততম আইপিএল ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেন দলের জন্য। ৬০ বলে অপরাজিত ১০৩* রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।
২০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই আউট হয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। মাত্র ৬ রান করেন তিনি। দলের জন্য সর্বাধিক ৩৭ রানের ইনিংসটি আসে সূর্য কুমার যাদবের ব্যাট থেকে। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স। লখনউ-এর তারকা বলার আবেশ খান ব্যক্তিগত ৪ ওভার বোলিং করে ৩০ রানের বিনিময়ে ৩টি মূল্যবান উইকেট দখল করেন।
