আবার ম্যাক্সওয়েলকে নিয়ে খিল্লি করলেন শেহবাগ

গ্লেন ম্যাক্সওয়েল নিজে যতটা বিস্ফোরক ব্যাটসম্যান, তাঁর সম্পর্কে ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ সম্ভবত আরও বেশি বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। আইপিএলে হতশ্রী পারফর্ম্যান্স করেছিলেন ম্যাড ম্যাক্স। তা নিয়ে তাঁকে ‘১০ কোটির চিয়ারলিডার’ বলে কটাক্ষ করতে ছাড়েননি নজফগড়ের নবাব। যার উত্তরও দিয়েছিলেন ম্যাক্সি।এরপর অদ্ভুতভাবে দেশের জার্সিতে মাঠে নেমে দারুণ ব্যাট করেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ জয়ের পেছনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিন ম্যাচে তার ব্যাট ঠিক এসেছিল ১৬৭ রান। টি-২০ সিরিজের শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫৪ রান। এই নিয়ে বীরুকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, আইপিএল খেলার থেকে ভারতে গল্ফ খেলায় বেশি আগ্রহ ম্যাক্সওয়েলের।
বীরু এও বলেন, আইপিএলে তো টাকা নিশ্চিত। তাই ব্যাটিং নিয়ে খুব একটা মনোযোগী না এই অজি ব্যাটসম্যান। সারাক্ষণ ফুর্তিই করে। সেটাই পারফর্ম্যান্সে ধরা পড়ে। নাচানাচি, অন্যদের উত্সাহ জোগানো, ঘুরে বেড়ানো, ব্যাটিং ছাড়া এই সব করে। ম্যাচ শেষ হলে ড্রিংক নিয়ে নিজের ঘরে চলে যায় আর একের পর ড্রিংক করে।
দেশের জার্সি গায়ে ম্যাক্সওয়েলের এত ভাল খেলার রহস্য কী? তার উত্তরও দিয়েছেন বীরু। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলে জায়গা পেতে প্রবল প্রতিদ্বন্দ্বিতা চলে। দু’ তিনটে ম্যাচে রান না পেলেই বাদ যাবেন ম্যাক্সওয়েল এবং সেই জায়গা ফিরে পাওয়া খুব কষ্ট। তাই দেশের হয়ে গভীর মনোসংযোগ নিয়ে খেলেন তিনি, মত বীরুর। অন্যদিকে, আইপিএলে প্রথম এগারোয় না থাকলেও নিলামে ওঠা দর পেয়ে যাবেন অজি তারকা। বড়জোর দু’-পাঁচ শতাংশ কাটা হতে পারে। সেও তো বিনা খাটনিতে আয় করাই। শেহবাগের এই কথার উত্তরে ম্যাক্সওয়াল কিছু বলেন কী না সেটাই এখন দেখার।