IPL League

২০ লাখের বিনিময়ে সচিনপুত্র অর্জুন তেন্ডুলকরকে কিনল এই ফ্রাঞ্চাইজি

কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর আইপিএল ২০২১ নিলামে পেলেন ক্রেতা। অর্জুন তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকা নির্ধারণ করেছিলেন। তাঁর প্রত্যাশা মতো দামেই তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনকে এর আগে দলের নেট সেশনে দেখা গেছে। তিনি আইপিএলের ১৩ তম সংস্করণের সময় দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে উপস্থিত ছিলেন।

১৮ই ফেব্রুয়ারী চেন্নাইতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ লাখের বিনিময়ে অর্জুনকে কেনে। অর্জুন টেন্ডুলকার সদ্য সমাপ্ত সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২১ ট্রফিতে মুম্বাইয়ের হয়ে তার অভিষেক হয়। তিনি ৩৪ রানে ১ উইকেট নেন। অর্জুন অনূর্ধ্ব-১৯ এবং অন্যান্য বয়সভিত্তিক প্রতিযোগিতায় মুম্বাইয়ের হয়ে খেলছিলেন। তিনি ২০১৯ সালে খেলা মুম্বাই টি-টোয়েন্টি লীগের অংশ ছিলেন। অর্জুন তেন্ডুলকর এর আগে মুম্বাই অনূর্ধ্ব-১৯ এবং ভারত অনূর্ধ্ব-১৯ প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুই চার দিনের ম্যাচের জন্য তাকে প্রথম ভারত অনূর্ধ্ব-১৯ দলের জন্য বেছে নেওয়া হয়। তাকে বেশ কয়েকবার মুম্বাই ইন্ডিয়ান্স এবং ভারতের নেটে বোলিং করতে দেখা গেছে। এছাড়াও তিনি ২০১৭ সালে ইংল্যান্ড সিনিয়র দলের প্রশিক্ষণে ছিলেন।

১৪ ফেব্রুয়ারি, রবিবার ৭৩তম পুলিশ ইনভাইটেশন শিল্ড টুর্নামেন্টে মিগ ক্রিকেট ক্লাবের হয়ে মাত্র ৩১ বলে অপরাজিত ৭৭ রান করে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোযোগ আকর্ষণ করেছেন অর্জুন টেন্ডুলকার। ২১ বছর বয়সী এই জ্বলন্ত ইনিংসে ছিল ৮টি ছক্কা, যার মধ্যে ৫টি আসে ইসলাম জিমখানার অফ-স্পিনার হাসির দাফেদার একটি ওভারে। অর্জুন তার ইনিংস চলাকালীন ৫ টি চারও মেরেছেন। বোলিং এও অর্জুনের উজ্জ্বল উপস্থিতি ছিল। ৪১ রানে ৩ উইকেট নেন তিনি।

আইপিএল ২০২১ নিলামের জন্য মোট ২৯২ জন খেলোয়াড়কে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬৪ জন ভারতীয়, ১২৫ জন বিদেশী। এখন পর্যন্ত নিলামে, ক্রিস মরিস আইপিএল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় হয়েছেন। রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটি টাকায় অলরাউন্ডার ক্রিস মরিস ক্রয় করে। এখন পর্যন্ত দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল নিলাম কাইল জেমিসন। তিনি ১৫ কোটি টাকায় আরসিবির কাছে বিক্রি হন। গ্লেন ম্যাক্সওয়েল এখন পর্যন্ত তৃতীয় সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় যাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে বিক্রি করা হয়েছে।।

আরও পড়ুন

Back to top button