
বাউন্ডারি ওপারে গ্যালারিতে বল পড়লে সে বল কুড়িয়ে নিতে দেখা গেছে বহু ভক্তকে। অনেককে আবার বল কোরানোর সময় মজা করতেও দেখা গেছে। তবে সবাই সেই বল আবার ছুঁড়ে মাঠে পাঠিয়ে দেন। তবে এবার অন্য একটা ঘটল। যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বেশ হিট হয়েছে।
শারজার মাঠে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস ম্যাচে এই ঘটনাটি ঘটে। স্টেডিয়ামের বাইরে বল যাওয়া মাত্রই সেই বল নিয়ে চম্পট দিলেন এক ব্যক্তি।
Out of the ground big six by #Jadeja #CSKvsDC . What to say about this shot sir @virendersehwag pic.twitter.com/sSvLmAURw7
— RC (@rcdas06) October 17, 2020
ঠিক কী ঘটেছিল ডেইলি ও চেন্নাই ম্যাচে? জানা যাচ্ছে, ১৭ ওভারে তুষার দেশপান্ডে বলে ছক্কা মারেন রবীন্দ্র জাদেজা। সেই বলে একেবারে গিয়ে পড়ে স্টেডিয়ামের বাইরে। শারজার মাঠ ছোট হওয়ায় সেখানে ব্যাট করতে সুবিধে হয় ক্রিকেটারদের। এরপরে দেখা যায় বল বাইরে পড়তেই রাস্তার মাঝখান থেকে সেই বল কুড়িয়ে নিয়ে চম্পট দিলেন এক পথ চলতে ব্যক্তি। ৭৯ মিটার দূরে ওই ছয় মারেন জাদেজা। গতকাল যে চারটি ছয় তিনি মেরেছেন তার মধ্যে এটি ছিল অন্যতম। তুষারের করা ১৭.৫ ওভারে এই ঘটনাটি ঘটে। এই ওভারবাউন্ডারি গ্যালারি পেরিয়ে রাস্তায় গিয়ে পড়ে। আর তখনই ধরা পড়ে ক্যামেরায় ব্যক্তির বল কুড়িয়ে নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য। যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচনার টপিক হয়ে উঠেছে।