Connect with us

Cricket News

Chris Gayle: ব্রেকিং নিউজ! অবসর কাটিয়ে আইপিএলে ফিরতে চলেছেন ক্রিস গেইল

Advertisement

অবশেষে আইপিএলের আসরে আবার পদার্পণ করতে চলেছে ইউনিভার্সাল বস। এ কথা অবশ্য তিনি নিজেই জানিয়েছেন। কেন চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্রিস গেইল সে প্রসঙ্গটিও স্পষ্ট করেছেন তিনি। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস গেইল বলেছেন, দীর্ঘদিন আইপিএল খেললেও বিগত কয়েক বছর ধরে যোগ্য সম্মান পাচ্ছিলাম না আমি। অন্তত সিনিয়র ক্রিকেটার হিসেবে যেটুকু সম্মান পাওয়া উচিত ছিল সম্ভবত সেখানে কিছুটা ঘাটতি মনে হয়েছিল আমার। তাই আইপিএলের মেগা নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম।

দেখতে চাইছিলাম যে ক্রিকেটের বাইরে বাস্তবিক কোন জীবন রয়েছে কিনা। আইপিএলে প্রত্যাবর্তন করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন, আগামী বছর আবার আইপিএলে ফিরতে চলেছি আমি। অবশ্য যদি কোন ফ্র্যাঞ্চাইজি আমাকে নেয় তবেই প্রত্যাবর্তন করতে পারব। দীর্ঘদিন আইপিএলে সময় কাটিয়েছি আমি। কলকাতার জার্সিতে আইপিএলে অভিষেক হয়েছিল আমার। এরপর পাঞ্জাব এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেছি আমি। তবে ব্যাঙ্গালোরের জার্সিতে সবথেকে বেশি সাফল্য পেয়েছি আমি।

তিনি আরও বলেন, আসন্ন আইপিএলের আসরে আমি পাঞ্জাব কিংবা ব্যাঙ্গালোরের জন্য শিরোপা জিততে চাই। যদি আসন্ন আইপিএলের আসরে আমি খেলার সুযোগ পাই তবে। আপনাদের জানিয়ে রাখি, ক্রিকেট দানব ক্রিস গেইল এখনো পর্যন্ত আইপিএলে ১৪১ ইনিংসে ৪৯৬৫ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত রানের ইনিংস ছিল ১৭৫, যেটি ব্যাঙ্গালোরের জার্সিতে করেছিলেন ইউনিভার্সাল বস। এখনো পর্যন্ত আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ছ’টি। হাফ-সেঞ্চুরি করেছেন ৩১টি। স্ট্রাইক রেট ছিল ১৪৮.৯৬। এছাড়া বল হাতে ১৮ উইকেটও নিয়েছেন ক্রিস গেইল।

Advertisement

#Trending

More in Cricket News