Connect with us

Cricket News

IPL 2021: জ্বলন্ত ছক্কার ফুলঝুরি! নেট প্রাক্টিসে বল একাধিকবার সীমান্ত পার করলেন সুরেশ রায়না, রইল ভিডিও

Advertisement
Advertisement

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সুরেশ রায়না ফের পুরনো ছন্দে ফিরলেন। একের পর এক বলকে বাউন্ডারির ওপারে পাঠালেন তিনি। বর্তমানে সুরেশ রায়না ২০২১ আইপিএলের শেষ অংশ খেলার জন্য দুবাইয়ে অবস্থান করছেন। ২০১৯ সালে মহেন্দ্র সিং ধোনির সাথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সুরেশ রায়না। তারপর থেকে শুধুমাত্র ভারতীয় প্রিমিয়ার লিগে নিয়মিত খেলছেন তিনি। ২০২১ সালের প্রথম দিকে ভারতীয় প্রিমিয়ার লিগের খেলার আয়োজন করলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বাধ্য হয়ে খেলা বন্ধ করতে হয় বিসিসিআইকে। বর্তমানে সুদূর আরব আমিরাতে আইপিএলের শেষ অংশের খেলা আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

চেন্নাই সুপার কিংসের অংশ হিসেবে বর্তমানে সুরেশ রায়না দুবাইয়ে রয়েছেন। আইপিএলে অংশগ্রহণকারী প্রথম দল হিসেবে চেন্নাই সুপার কিংস দুবাইয়ে পৌঁছেছে। ইতিমধ্যে সেখানে আইসোলেশনের পর্ব চুকিয়ে দিয়ে নেট প্রাক্টিসে নেমেছেন চেন্নাই সুপার কিংসের একাধিক ক্রিকেটাররা। আর সেখানেই পুরনো ছন্দে ফিরতে দেখা গেল সুরেশ রায়নাকে। বাঁহাতি এই ব্যাটসম্যান নেট প্রাক্টিসে একের পর এক বলকে মাঠের বাইরে পাঠালেন। চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে সেই ভিডিও আপলোড করেছে টিম ম্যানেজমেন্ট। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে গণমাধ্যমে।

আইপিএলের দ্বিতীয় অংশের খেলা চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে। আইপিএলের দ্বিতীয় অংশের প্রথম খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স মোকাবেলা করবে। বর্তমানে চেন্নাই সুপার কিংস নকআউট পর্বে ওঠার খুবই কাছাকাছি অবস্থান করছে। আইপিএলের প্রথমার্ধে তারা সাতটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচে জয়লাভ করে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস আইপিএল ইতিহাসে প্রথমবারের মত নকআউট পর্বে নিজেদের স্থান পাকা করতে পারেনি। তাই এবারের আইপিএলে দুর্দান্ত শুরু করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। বর্তমানে আইপিএল ২০২১শে পয়েন্ট তালিকা দিল্লি ক্যাপিটালস ১২ পয়েন্ট সংগ্রহ করে সবার প্রথমে রয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News