IPL 2020Cricket

আইপিএলে কেন নিয়মিত প্লেয়াররা চোটের কবলে পড়ছেন? কী বলছেন ক্যারি?

করোনাভাইরাস ও লকডাউনের ফলে গত ৬ মাস ২২ গজে ক্রিকেট খেলা একদমই সম্ভব হয়নি। অধিকাংশ ক্রিকেটারকেই বাড়িতে অনুশীলন সারতে হয়েছে। যারা পেরেছেন বাড়ির কাছের মাঠে গেছেন। কিন্তু করোনার ভয়ে অনেকেই ঝুঁকি নেননি।  এই কারণেই আইপিএলে চোট-আঘাতের ঘটনা নিয়মিত দেখা যাচ্ছে। এমনটাই বললেন  দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি।.
চোটের কবলে যে সকল দল পড়েছে তাদের মধ্যে সবথেকে খারাপ অবস্থা দিল্লি ক্যাপিটালসের। লেগস্পিনার অমিত মিশ্র কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নিজের বোলিংয়েযে সময় ক্যাচ ধরতে গিয়ে চোট পান। সেই চোট এতটাই গুরুতর যে তিনি আইপিএল থেকেই পুরো ছিটকে গেছেন। অস্ত্রোপচার হয়েছে তাঁর। পেসার ইশান্ত শর্মা আবার কয়েকদিন আগে অনুশীলনের সময় বাঁ পাঁজরের সমস্যায় ভুগছিলেন। তিনিও ছিটকে গিয়েছেন প্রতিযোগিতা থেকে। তালিকায় সর্বশেষ নাম ঋষভ পন্থর। তাঁর হ্যামস্ট্রিংয়ে গ্রেড ১ টিয়ার হয়েছে। আপাতত সপ্তাহখানেক বিশ্রাম নিতে হবে তাঁকে। কবে পন্থের প্রথম একাদশে ফেরা হবে সেই নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।
এরকম এক কঠিন পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজির টুইটারে অ্যালেক্স ক্যারি বলেছেন, ‘এই অল্প সময়ের মধ্যেই বেশ কিছু চোটের ঘটনা ঘটে গিয়েছে। নিশ্চিত নই কেন সেগুলো হচ্ছে। গত ছয় মাসে কোনও ম্যাচ না খেলার খেসারত হয়তো দিতে হচ্ছে। আর আমাদের শিবিরেই একটার পর একটা হতাশার খবর শোনা যাচ্ছে।’

Related Articles

Back to top button