IPL 2020Cricket

গেইল কী কাল মাঠে নামবেন? কী জানালেন তিনি?

‘সব ভক্তকে বলছি, অপেক্ষা শেষ হতে চলেছে। ইউনিভার্স বস এ বার মাঠে নামতে চলেছে।’ কিংস ইলেভেন পঞ্জাবের তরফে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ঠিক এই কথাটাই বললেন ক্রিস গেইল। ৪১ বছর বয়স হলেও ক্রিস গেইলের জনপ্রিয়তা এখনও তুঙ্গে। এই গেই লকে ১৩তম আইপিএলের ময়দানে এখনও পর্যন্ত দেখা যায়নি। এতে ভক্তরা অসম্ভব হতাশ। এ দিকে পঞ্জাবের আইপিএল অভিযানও খুব খারাপ চলছে।

৭টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতে এখনও পর্যন্ত লিগ টেবিলের শেষ স্থানে রয়েছে পঞ্জাব। ৭ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র  ২ পয়েন্ট।  অথচ তাদের অভিযান এতটাও খারাপ হওয়ার কথা ছিল না। দলের দুই ওপেনার কেএল রাহুল আর ময়াঙ্ক আগরওয়াল ফর্মে রয়েছেন। কিন্তু বাকি কেউ সেইভাবে রান করতে পারছেন না। নিকোলাস পুরান চেষ্টা করলেও অযথা ঝুঁকি নিতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। গেলেন ম্যাক্সওয়েলের ব্যাটে রান নেই। এরকম একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পুরোপুরি খেই হারিয়ে ফেলেছে। প্লে অফে যোগ্যতা অর্জন করার সম্ভাবনা তাদের খুবই কম। যদি যোগ্যতা অর্জন করতে হয় বাকী ম্যাচগুলোতে অসাধারণ কিছু পারফরম্যান্স করে দেখাতে হবে।

দলের এই কঠিন  অবস্থায় তাই ক্রিস্টোফার হেনরি  গেইলকে ফিরিয়ে আনার দাবি ক্রমশ জোরাল হচ্ছিল। ভক্তদের দাবি ছিল, গেই লকে খেলালে আর কী খারাপ হতে পারে পঞ্জাবের। অবশেষে, গেই ল নামতে চলেছেন মাঠে। অপেক্ষার অবসান শেষ হতে চলেছে বৃহস্পতিবার। এখন দেখার, মাঠে নেমে ঠিক কতটা সফল হতে পারেন গেল।

Related Articles

Back to top button