ডুপ্লেসির অর্ধশতরান, রায়ডু ও জাদেজার ঝোড়ো ব্যাটিং-এ বড় রান সিএসকের

দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস সংগ্রহ করল ২০ ওভারে ১৭৯-৪। অর্ধশতরান করলেন ফ্যাফ ডু প্লেসিস, ঝোড়ো ইনিংস খেললেন আম্বাতি রায়ডু ও রবীন্দ্র জাদেজা।
শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস এর ১৩ রানে জয়ের দিনে অভিষেক হওয়া তুষার দেশপান্ডে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছিলেন। আর এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুরুতেই তুলে নিলেন শেষ ম্যাচে ওপেন করতে নেমে ২১ বলে ৩১ রান করা করন কে। চেন্নাইয়ের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বোলিং ওপেন করান তুষার কে দিয়ে। অধিনায়ক যে তাঁর প্রতি আস্থা রেখে বল তুলে দেন মাত্র তৃতীয় বলেই চমক দেখালেন তিনি। এই তরুণ তুষারের এরকম বোলিং-এ পুরো দিল্লি টিম বেশ খুশি। তবে শেষটা তাঁর ভাল হয়নি। ৪ ওভারে ৩৯ রান দেন তুষার।
এদিন ফ্যাফ ডু প্লেসিস বেশ ভাল ব্যাটিং করেন। ৪৭ বলে ৬টি বাউন্ডারি ও ২টি ওভারবাউন্ডারির সাহায্যে ৫৮ রানের একটি দামী ইনিংস খেলেন তিনি। শেন ওয়াটসন করেন ২৮ বলে ৩৬ রান। এই রান করতে গিয়ে ৬টি বাউন্ডারি মারেন তিনি। শুরুতেই স্যাম করন আউট হয়ে যাওয়ার পর ৬৭ বলে ৮৭ রানের পার্টনারশিপ করেন ডু প্লেসিস ও শেন ওয়াটসন। তবে এদিনও রান পেলেন না মহেন্দ্র সিং ধোনি। ৫ বলে মাত্র ৩ অর্জন করেন তিনি। তবে চেন্নাই বড় রান করতে পারল মূলত আম্বাতি রায়ডু ও রবীন্দ্র জাদেজার ঝোড়ো ব্যাটিং-এর জন্য। রায়ডু ২৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। জাদেজা ১৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। শেষ ২ ওভারে চেন্নাই সংগ্রহ করে ৩২ রান। দুজনে মিলে মাত্র ২১ বলে পার্টনারশিপ করে দলকে বড় রানে পৌঁছে দিলেন। রায়ডু এদিন তাঁর আইপিএলে ৩৫০০ রানও পূরণ করলেন।