
দীর্ঘদিন ধরে বিরাট কোহলির ব্যাট শতরানের ইনিংস দেখেনি ক্রিকেটপ্রেমীরা। তবে শতরানের ইনিংস এখন অতীত, অর্ধশত রানের গণ্ডি পার করা এখন রীতিমতো চ্যালেঞ্জ হয়ে পড়েছে বিরাট কোহলির জন্য। আইপিএলের মঞ্চে ব্যর্থতার চরম শিখরে উঠে গেছেন বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে মাঠে খোশমেজাজে দেখা গেল বিরাট কোহলিকে। তাই দেখে তাজ্জব ক্রিকেটপ্রেমীরা। টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক পাওয়ার পর কিভাবে বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার মাঠের মধ্যে এমন আচরণ করতে পারেন তা ভেবে রীতিমত অবাক তারা।
গতকাল সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নেমে গোল্ডেন ডাক পান বিরাট কোহলি। তার আগের ম্যাচে লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষেও গোল্ডেন ডাক পেয়েছিলেন বিরাট কোহলি। গতকাল বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর চলতি আইপিএলে দলগত সবচেয়ে কম রান করার রেকর্ড গড়েছে। সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মাত্র ৬৮ রানে অলআউট হয়েছে। বিরাট কোহলি সহ দলের তিন ব্যাটসম্যান গোল্ডেন ডাক পেয়েছেন। এরই মধ্যে বিরাট কোহলির আচারণ অবাক করেছে সবাইকে।
Virat Kohli has given flying kiss to all the fans. pic.twitter.com/hf0e0bozQa
— CricketMAN2 (@ImTanujSingh) April 23, 2022
গতকাল ফিল্ডিং করতে নেমে বিরাট কোহলি ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দেন। যা ধরা পড়ে ক্যামেরাম্যানের ক্যামেরায়। দেখতে না দেখতে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর বিরাট কোহলিকে নিয়ে সমালোচনায় ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। বিষয়টি পছন্দ হয়নি ক্রিকেট মহলের। অনেকে আবার মনে করছেন, হয়তো হতাশ সমর্থকদের উদ্দীপ্ত করতেই এ ভাবে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছেন কোহলি। ম্যাচটিতে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ৯ উইকেটে পরাজিত হয়েছে হায়দ্রাবাদের কাছে। তাও আবার ১২ ওভার বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সানরাইজ হায়দ্রাবাদ!
