শারজায় নাইটদের ধুয়ে দিলেন ডিভিলিয়ার্স

শারজার মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সংগ্রহ ১৯৪-২। দলের এই বড় রানের মূল কারিগর দক্ষিণ আফ্রিকার তারকা এ বি ডিভিলিয়ার্স।
কলকাতার বিরুদ্ধে ফর্মে না থাকা অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে এদিন এল ৩৭ বলে ৪৭ রানের লড়াকু ইনিংস। ফর্মে থাকা দেবদূত পাড়িক্কলের সংগ্রহ ২৩ বলে ৩২ রান। তবে এদিন সেরকম দাপট দেখাতে পারলেন না বিরাট কোহলি। ২৮ বলে ১টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিন আসল খেলা দেখালেন এ বি ডিভিলিয়ার্স। ৩৩ বলে ৫টি বাউন্ডারি ও ৬টি ওভারবাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন এই তারকা ব্যাটসম্যান। শেষ ৫ ওভারে কলকাতার বোলারদের পিটিয়ে ৮৩ রান করল আরসিবি।
আরসিবির বিরুদ্ধে একমাত্র ভাল বল করলেন বরুন চক্রবর্তী। ৪ ওভারে ২৫ রান দেন তিনি। আন্দ্রে রাসেল ও প্রসিদ্ধ কৃষ্ন ১টি করে উইকেট পান।