
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় বছর দুয়েক আগে। তবে আইপিএলের আসরে বারবার নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স রীতিমতো নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। তবে চলতি আইপিএলে অধিনায়ক হিসেবে নন বরং একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরু হওয়ার দু’দিন পূর্বে দলের দায়িত্ব তুলে দেন রবীন্দ্র জাদেজার হাতে। তবে চলতি আইপিএলে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে শুরুটা ভালো করতে পারেনি চেন্নাই সুপার কিংস।
রবীন্দ্র জাদেজার নেতৃত্বে আট ম্যাচের মধ্যে ইতিমধ্যে ছয় ম্যাচে হেরে বর্তমানে প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছে চেন্নাই সুপার কিংসের। এমন পরিস্থিতিতে গতকাল চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়েছেন রবীন্দ্র জাদেজা। মূলত তার অনুরোধে ফের দলের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আজ তার নেতৃত্বে প্রথম ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে চেন্নাই।
MS Dhoni Is An Emotion! 💛
Thala is back to lead @ChennaiIPL once again!
Follow the match 👉 https://t.co/8IteJVPMqJ#TATAIPL | #SRHvCSK pic.twitter.com/XV9OAd1OB2
— IndianPremierLeague (@IPL) May 1, 2022
দীর্ঘদিন পর আজ মহেন্দ্র সিং ধোনিকে ২২ গজের মহারণে টস করতে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। টস করার সময় উপস্থাপক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন। উপস্থাপক তাকে জিজ্ঞাসা করেন, আগামী দিনেও মহেন্দ্র সিং ধোনিকে কি দেখা যাবে হলুদ জার্সিতে? যার জবাবে এমএস ধোনি হেসে বলেছিলেন যে, “অবশ্যই, আপনি আমাকে হলুদ জার্সিতে দেখতে পাবেন।”
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছে চেন্নাই সুপার কিংস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে হলুদ বাহিনী। টানা ছয় ম্যাচে জয়লাভ করে প্লে-অফে পৌঁছানোর পরিকল্পনায় এখন চেন্নাই সুপার কিংস।
