Connect with us

Cricket News

IPL 2022: বয়স বেড়েছে কিন্তু ক্ষিপ্রতা কমেনি একটুও, মুহূর্তেই ম্যাক্সওয়েলকে রান আউট করলেন ধোনি! ভিডিও ভাইরাল

Advertisement

যেন বয়স বাড়ার সাথে সাথে উইকেটের পেছনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনির পাকা হাতের ক্ষিপ্রতা আরও বৃদ্ধি পেয়েছে। চোখের পলক পড়ার আগেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে রান আউট করে সাজঘরে ফেরান তিনি। এরপর অবশ্য সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। চল্লিশোর্ধ মহেন্দ্র সিং ধোনির এহেন পারফরম্যান্সে খুশি ক্রিকেটপ্রেমীরা। দেখতে না দেখতে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে।

চলতি আইপিএলে একাধিক নাটকীয়তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে চেন্নাই সুপার কিংস। প্রথমে অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজার উত্থান এরপর একাধিক ব্যর্থতার রেকর্ড, পরবর্তীতে ফের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির হস্তক্ষেপ রীতিমতো নাটকীয় পরিবেশের সৃষ্টি করেছে চেন্নাই শিবিরে। রবীন্দ্র জাদেজার নেতৃত্বে ৮ ম্যাচে মাত্র দুটিতে জয়লাভ করেছিল চেন্নাই সুপার কিংস। ব্যর্থতার গ্লানি বইতে না পেরে নেতৃত্ব ছেড়ে মহেন্দ্র সিং ধোনির ওপর দায়িত্ব চাপান রবীন্দ্র জাদেজা। আর দায়িত্ব পেতেই প্রথম ম্যাচে বাজিমাত করে চেন্নাই সুপার কিংস।


গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলির জুটিতে দুর্দান্ত শুরু করে ব্যাঙ্গালোর শিবির। তবে মঈন আলীর বলে অহেতুক বাজে শট খেলে সাজঘরে ফেরেন ডুপ্লেসিস। এরপর বিরাট কোহলির সাথে জুটি বাঁধেন গ্লেন ম্যাক্সওয়েল। ইনিংসের নবম ওভারের শেষ বলে রান আউট হন তিনি। রবীন্দ্র জাদেজার ওভারের শেষ বলে পয়েন্টে বল ঠেলে দিয়েই সিঙ্গেল নিতে দৌড় দেন বিরাট কোহলি। রবীন উথাপ্পার অনবদ্য থ্রো এবং মহেন্দ্র সিং ধোনির সুদৃশ্য হাতসাফাইয়ে রান আউট হন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ইনিংস শেষে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ১৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

Advertisement

#Trending

More in Cricket News