Cricket NewsIPL League

শেষ তিনটি ম্যাচ নিয়ে ধোনি কী বললেন শুনুন

চেন্নাই সুপার কিংসের এবারের আইপিএলটা শুরু হয়েছিল জয় দিয়েই। কিন্তু সময় যত এগিয়েছে চেন্নাইয়ের অবস্থা তত খারাপ হয়েছে। এরকম পারফরম্যান্স এর আগে কোনো আইপিএলে করেনি সিএসকে।

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০ উইকেটে হেরে প্লে অফে ওঠার রাস্তা পাকাপাকিভাবে শেষ চেন্নাইয়ের । ১১ ম্যাচ খেলে ধোনিদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। তাই শেষ তিনটি ম্যাচ জিতলেও আর কোনও সুযোগ নেই । আইপিএলে যে এবার এতটা খারাপ খেলবে সিএসকে, সমর্থকদের পাশাপাশি তা ভাবতে পারছেন না অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও । টুর্নামেন্টে তাঁদের বাকি তিনটি ম্যাচ এখন নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে মাহি সাফ জানান, ” একজন অধিনায়ক কখনই পালিয়ে যেতে পারে না। ”

শেষ তিনটি ম্যাচ ভাল খেলে সমর্থকদের মুখে কিছুটা হাসি ফোটাতে এখন মরিয়া ধোনি ব্রিগেড। সিএসকে অধিনায়কের মতে, ”আমাদের এই ম্যাচ তিনটিতে যতটা সম্ভব ভাল খেলতে হবে। যা পরের বছরের প্রস্তুতিতে কাজে লাগবে। দেখতে হবে ডেথ ওভারের বোলার কারা সেটাও ঠিক করা। আর ক্রিকেটারদের চাপের মুখে ভেঙে পড়লে চলবে না।”

খারাপ খেলার পাশাপাশি এ বছর ভাগ্যও তাঁদের সঙ্গ দেয়নি বলে জানিয়েছেন ধোনি। যে ম্যাচগুলিতে আগে ব্যাট করতে চেয়েছিলেন, সেগুলিতে টসে হেরেছিলেন।

আজ একটু পরেই রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে নামবে মাহির দল। যেটা তাদের কাছে খুব কঠিন একটা ম্যাচ হতে চলেছে। এবারের আইপিএলে আইসিবির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ৩৭ রানে হেরেছিল চেন্নাই। আজ আরসিবিকে হারিয়ে চেন্নাই সুপার কিংস তাদের সমর্থকদের মুখে কিছুটা হাসি ফোটাতে পারে কী না সেটাই দেখার।

আরও পড়ুন

Back to top button