IPL 2020

CSK vs MI : টসে জিতে প্রথমে বল করবে ধোনির চেন্নাই

আইপিএল ২০২০ এর উদ্বোধনী ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আর কিছুক্ষণ পর মুখোমুখি হতে চলেছে আইপিএল এর দুই অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

২০১৯ বিশ্বকাপের পর আবার ক্রিকেট মাঠে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে সেই অপেক্ষার জন্য প্রহর গুনছে ধোনির অনুরাগীরা। ২০১৯ এর আইপিএল ফাইনাল এর পর আবার এই দুটি দল মুখোমুখি হতে চলেছে। দুটি দলেই বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। চলুন দেখা যাক কেমন হয়েছে আইপিএল-২০২০ উদ্বোধনী ম্যাচের দুটি দল।

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা(অধিনায়ক), কুইন্টন ডি কক(উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্ডিক পান্ড্য, ক্রুনাল পান্ড্য, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, মুরলী বিজয়, ফাফ ডু প্লেসি, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিংহ ধোনি(অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, পীযূষ চাওলা, দীপক চাহার, লুঙ্গি এনগিডি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button