Cricket NewsIPL League

নিজের অবসর প্রসঙ্গে ধোনি আজ যা বললেন

এখনই ক্রিকেট ছাড়ছেন না মহেন্দ্র সিংহ ধোনি। অবসর কবে নেবেন সেই নিয়ে কোনো পরিকল্পনা করেননি। আর এটা মাহির শেষ আইপিএল ম্যাচ নয়।

রবিবার এ বারের আইপিএলের শেষ ম্যাচ খেলতে নামল চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যেই তাদের প্লে-অফে যাওয়ার আশা শেষ। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আজকের ম্যাচ তাদের কাছে শুধুই সম্মান রক্ষার।

এদিন পাঞ্জাবের বিরুদ্ধে টসের সময় চেন্নাই অধিনায়ক ধোনিকে জিজ্ঞেস করা হয় এটাই ওঁর শেষ ম্যাচ কি না। উত্তর ধোনি বলেন, ‘কোনও মতেই হলুদ জার্সিতে এটা আমার শেষ ম্যাচ নয়।’

আইপিএল শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিশ্বজয়ী ভারত অধিনায়ক। আইপিএলেই ধোনিকে দেখার জন্য বসে থাকেন ভক্তরা। সেই সুযোগ যে পরের বছরেও পাওয়া যাবে তা জানালেন তিনি নিজেই। করোনার আবহে এবারের আইপিএল দুবাইতে হচ্ছে। পরের বছর পরিস্থিতি স্বাভাবিক হলে ঘরের মাঠে ধোনির খেলা দেখতে পারবেন তার সমর্থকরা।

আরও পড়ুন

Back to top button