Connect with us

Cricket News

T20 World Cup 2022: আসন্ন t20 বিশ্বকাপে দিনেশ কার্তিককে দলে নেওয়া উচিত! মন্তব্য ক্রিকেটপ্রেমীদের

Advertisement

এ যেন অপ্রত্যাশিত প্রাপ্তি। ধারাভাষ্যকার থেকে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সেরা একাদশে ঢোকার দরজায় কড়া নাড়ছেন দীনেশ কার্তিক। এইতো কয়েকদিন আগে অব্দি মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিয়ে বেড়িয়েছেন তিনি। ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন তিনি। এরইমধ্যে কঠোর অনুশীলনে নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছেন দীনেশ কার্তিক। এমনটাও কি হতে পারে? যেখানে মেগা নিলামের পূর্বে মনে করা হয়েছিল অবিক্রিত রইবেন দীনেশ কার্তিক। সেখানে চলতি আইপিএলে এখনো পর্যন্ত সেরা ফিনিশার তিনি!

আইপিএলের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করার পর এবার প্রশ্ন উঠেছে আবারও কি ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন দীনেশ কার্তিক? সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ ফর্মে নেই ভারতের প্রথম সারির কোন ক্রিকেটার। সে ক্ষেত্রে ভারতীয় দলে ফিনিশার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন কি দীনেশ কার্তিক? এমনি হাজারো প্রশ্নে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১২টি ম্যাচ খেলেছেন কার্তিক। ২০০ স্ট্রাইক রেট নিয়ে তাঁর সংগ্রহ ২৭৪ রান। অপরাজিত ছিলেন আটটি ইনিংসে। অর্ধশতরান এসেছে একটি। এছাড়া জয়সূচক ইনিংস খেলেছেন চারটি। এরপরেও নিঃসন্দেহে ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণিত করার কিছু নেই দীনেশ কার্তিকের। বিগত কয়েক বছর ধরে কলকাতার জার্সিতে ধারাবাহিকভাবে ব্যর্থ পারফরম্যান্স করছিলেন দীনেশ কার্তিক। ফলশ্রুতিতে তার প্রতি ভরসা হারিয়েছিল নাইট শিবির। ফলশ্রুতিতে মেগা নিলামের পূর্বে তাকে ছেড়ে দিয়েছিল তারা। সাড়ে ৫ কোটি টাকায় কার্তিককে কিনে নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এরপর অবশ্য আর পিছন ফিরে তাকাননি দীনেশ কার্তিক।

যেখানে ভারতের সেরা একাদশে ফিনিশার হিসেবে ঋষভ পন্থ কিংবা ঈশান কিশানের মত বাঁহাতি ব্যাটসম্যানের কথা চিন্তা করছিল বিসিসিআই সেখানে নিজেকে দুর্দান্তভাবে প্রতিপক্ষ নিশ্চিত করেছেন দীনেশ কার্তিক। তাই অবশ্যই দল নির্বাচনের ক্ষেত্রে তার পারফরমেন্সে দিকে নজর থাকবে বিসিসিআইয়ের দল নির্বাচক কমিটির।

Advertisement

#Trending

More in Cricket News