Cricket NewsIPL League

মিশ্রর জায়গায় দলে দুবে

চোটের জন্য এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন আইপিএলের অন্যতম সেরা বোলার তথা দিল্লি ক্যাপিটালসের অন্যতম প্রধান ভরসা লেগ স্পিনার অমিত মিশ্র। মিশ্রর জায়গায় এতদিন পর্যন্ত বিকল্প বোলারের নাম ঠিক করা হয়নি। এবার ঠিক হল সেই নাম। প্রবীণ দুবে কে দোলে নীল দিল্লি ক্যাপিটালস। দুবে কর্ণাটকের একজন লেগ স্পিনার।

দুবে  বর্তমানে দুবাই-এই রয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট বোলার হিসাবে তিনি কাজ করছেন। ইতিমধ্যে টুইটারে পোস্ট করে দুবের দিল্লি দলে যোগ দেওয়ার কথাটি জানিয়েছে দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

আজমগড়ে জন্ম নেওয়া এই স্পিনার কর্ণাটক প্রিমিয়ার লিগে বেশ ভাল পারফরম্যান্স করেছেন। ২০১৫-১৬ কেপিএলে বেলগাভী প্যান্থার্সের হয়ে তিনি ৮টি উইকেট নিয়েছেন যার ইকোনোমি রেট ৭ এর কম। এছাড়া সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-২০ তে তাঁর ঝুলিতে ১৬টি উইকেট রয়েছে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে আইপিএলের লীগ তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। প্লে অফে তারা প্রায় চলে গেছে। আর দরকার একটি মাত্র জয়। তাদের পরবর্তী ম্যাচ আগামী ২০ জানুয়ারি কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রবীণ দুবে প্রথম একাদশে সুযোগ করে নিতে পারেন কি না সেটাই এখন দেখার।

আরও পড়ুন

Back to top button