Cricket NewsIPL League

৩ উইকেটের আলাদা চমক

১৫ কোটির পেসার পেলেন ৯ ম্যাচে ৩ উইকেট আর একজন প্রথম ম্যাচেই ৩ উইকেট পেলেন। এই বিষয়েই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে।

মূল বিষয়টা হল কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার প্যাট কামিন্স এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন। এই ৯ ম্যাচে তাঁর সংগ্রহ ৩ উইকেট। অন্যদিকে এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা কিউয়ি পেসার লকি ফার্গুসন একটা ম্যাচ খেলেই ৩টি উইকেট তুলে নিলেন। তাও আবার ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে। আর এই ৩টি উইকেটের মধ্যে ছিল কেন উইলিয়ামসন এবং মনীশ পান্ডের উইকেট।

এখানেই শেষ হয়ে যায়নি ফার্গুসনের যাদু। সুপার ওভারেও কামাল করলেন তিনি। সুপার ওভারে মাত্র ২ রান দিয়ে ২টি উইকেট সংগ্রহ করেন তিনি। এবারের আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নেমেই যেভাবে চমক দেখালেন তিনি সেটা অবাক করার মত বিষয়ই।

নাইটদের পরবর্তী ম্যাচ আগামী ২১ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। প্রথম পর্বে আরসিবির সামনে দাঁড়াতেই পারেনি কেকেআর। তাই তাদের কাছে এই ম্যাচটা প্রতিশোধের ম্যাচ। এই ম্যাচে নাইট বোলিং-এর অন্যতম প্রধান ভরসা হতে চলেছেন সেই লকি। ডিভিলিয়ার্স ও বিরাট কোহলির বিরুদ্ধে তাঁর কাছ থেকে ভাল বোলিং-এর অপেক্ষায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা।

আরও পড়ুন

Back to top button